ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, মে ৬, ২০১৭
আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাককালাম আইপিএল থেকে ছিটকে গেলেন ম্যাককালাম-ছবি:সংগৃহীত

আইপিএলের দল গুজরাট লায়ন্সের ২০১৭ মৌসুমের বাকি তিন ম্যাচ আর খেলতে পারবেন না ব্র্যান্ডন ম্যাককালাম। বৃহস্পতিবার দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচে হ্যামিস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক। যদিও দিল্লি বিপক্ষে হেরে প্লে-অফের আশা শেষ হয়ে গেছে গুজরাটের।

ম্যাকালামের ইনজুরিতে এখন বিদেশি মাত্র চারজন ক্রিকেটারই ফিট আছেন গুজরাটে। এরা হলেন, ডোয়েন স্মিথ, অ্যারন ফিঞ্চ, জেমস ফকনার ও আমিরাতের চিরাগ সুরি।

এর আগে ডোয়েন ব্রাভো ও আন্দ্রে টাই ইনজুরিতে পড়ে ছিটকে যান। আর জেসন রয় জাতীয় দলের হয়ে খেলার জন্য ইংল্যান্ডে ফেরত যান।

এক টুইটের মাধ্যমে ম্যাককালাম নিজের ইনজুরির কথা জানান। সেই সঙ্গে শেষ পর্যন্ত না থাকতে পারায় দুঃখ প্রকাশ করেন।

১১ ম্যাচে ১৪৭ স্ট্রাইক রেটে ৩১৯ রান করে চলতি মৌসুমে গুজরাটের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ম্যাককালাম। আর আইপিএলের তালিকায় ১০ম। ৩৯৫ রান করে আইপিএলের তৃতীয় অবস্থায় আছেন গুজরাটের অধিনায়ক সুরেস রায়না। গত মৌসুমে ম্যাককালাম ৩৫৪ রান করেছিলেন।

২০১৬ সালে আইপিএল যাত্রা শুরু করা গুজরাট সেবার দুর্দান্ত খেলে প্লে-অফ খেলেছিল। তবে এবার ১১ ম্যাচে মাত্র তিনটিতে জিতে ছিটকে যায়। আগামী ৭ মে মোহালিতে কিংস ইলিভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে গুজরাট।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ০৬ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।