ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

ক্রিকেট

আবারো ব্যর্থ আশরাফুল, জেতেনি দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, মে ৬, ২০১৭
আবারো ব্যর্থ আশরাফুল, জেতেনি দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বল কিংবা ব্যাট-কোনোটাতেই নিজেকে মেলে ধরতে পারেননি মোহাম্মদ আশরাফুল। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আশরাফুল, তুষার ইমরান, হ্যামিলটন মাসাকাদজাদের নিয়ে সাজানো কলাবাগান ক্রিড়া চক্র হেরেছে ৬২ রানের ব্যবধানে।

শনিবার (০৬ মে) চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

আগে ব্যাট করে পারটেক্স ৫ উইকেট হারিয়ে তোলে ২৭৮ রান।

জবাবে, ৪৬.১ ওভারে ২১৬ রান তুলে অলআউট হয় কলাবাগান।

পারটেক্সের হয়ে জনি তালুকদার ২৯, জাতিন সাক্সেনা ৩৪, সাজ্জাদ হোসাইন ৪৬, ইরফান শুকুর ৫৮, সাজ্জাদুল হক ৫৩, জুবায়ের অপরাজিত ১৬ আর রাজিবুল অপরাজিত ৩০ রান করেন। কলাবাগানের নাবিল সামাদ ১০ ওভারে ৫০ রান খরচায় তিনটি উইকেট দখল করেন। আশরাফুল ২ ওভারে ১৪ রান খরচ করে কোনো উইকেট পাননি।

২৭৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কলাবাগানের ওপেনার আশরাফুল ২৪ বলে মাত্র ১২ রান করে সাজঘরে ফেরেন। ডিপিএলের এবারের আসরে খেলতে নেমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না নিজেকে হারিয়ে খোঁজা আশরাফুল। তার আগের ইনিংসগুলো ছিল ৬, ৪৬, ১০, ০, ৭ ও ৭।

আরেক ওপেনার মেহরাব হোসেন জুনিয়র ১১ রানে বিদায় নেন। জসিমুদ্দিন ৩৪, মাসাকাদজা ৪৫, তাসামুল হক ৩৪, তুষার ইমরান ০, মুক্তার আলি ৩, নুরুজ্জামান ৩৪, আবুল হাসান ১৫ আর সঞ্জিত শাহা ৯ রান করেন।

পারটেক্সের ইমরান আলি ৭.১ ওভারে ৪২ রান খরচায় ৫ উইকেট তুলে নেন। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও ওঠে তার হাতে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ০৬ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।