ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবারো সেঞ্চুরি বঞ্চিত বিজয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মে ৬, ২০১৭
আবারো সেঞ্চুরি বঞ্চিত বিজয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আরেকবার সেঞ্চুরি বঞ্চিত হলেন এনামুল হক বিজয়। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আসরে সপ্তম রাউন্ডের ম্যাচে বিজয় ফিরেছেন ৯৩ রানের ইনিংস খেলে। গাজী গ্রুপের এই ওপেনার এক ম্যাচ আগেই খেলেছিলেন ৯৭ রানের ইনিংস।

শনিবার (০৬ মে) বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপের প্রতিপক্ষ ছিল ব্রাদার্স ইউনিয়ন। আগে ব্যাট করে গাজী ৪৮.৪ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ২৩৬ রান।

জবাবে, ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ব্রাদার্স ২২৬ রান তোলে। ফলে, গাজী গ্রুপ ১০ রানের ছোটো জয় তুলে নেয়। এই জয়ে ৭ রাউন্ড শেষে শীর্ষস্থান ধরে রেখেছে গাজী।

গাজীর ওপেনার বিজয় ৯৭ বলে ৯৩ রানে দুর্দান্ত এক ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি আর ৪টি ওভার বাউন্ডারি। সোহরাওয়ার্দি শুভ ৫১ বলে করেন ৪১ রান। ৩৩ রানে বিদায় নেন দলপতি নাদিফ চৌধুরি। ব্রাদার্সের দলপতি অলোক কাপালি আর মোহাম্মদ সাদ্দাম তিনটি করে উইকেট নেন।

২৩৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ব্রাদার্সের ওপেনার জুনায়েদ সিদ্দীকি ১৪ রানে সাজঘরে ফেরেন। অধিনায়ক কাপালি হাফ-সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতে আউট হন। মানভিনদার বিশলা ৫৬ রান করেন। ধীমান ঘোষের ব্যাট থেকে আসে ৩২ রান। মাইশুকুর রহমান ৩৮ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন।  

গাজীর বোলার আবু হায়দার রনি ৯.৫ ওভারে ৫২ রান খরচায় তুলে নেন চারটি উইকেট। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এনামুল হক বিজয়।

এর আগে এনামুল বিজয় রানের মধ্যেই ছিলেন। গত বিসিএলের আসরে দুর্দান্ত পারফর্ম করা এই টাইগার ওপেনার মাঝে খেলতে গিয়েছিলেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট লিগের ফাইনালে। এরপর গাজীর জার্সিতে ডিপিএলের আসরে নামেন। বিজয়ের আগের ম্যাচগুলোতে স্কোর ছিল ৫৪, ৫০, ৩৪, ৩, ৯৭, ৩৬।

লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ইতোমধ্যেই সাতবার তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন বিজয়। প্রথম বিভাগের ম্যাচেও তার নামের পাশে ১২টি সেঞ্চুরি, ২২টি হাফ-সেঞ্চুরি। জাতীয় দলের জার্সিগায়ে ক্যারিয়ারের প্রথম ম্যাচেই খেলেছিলেন ৪১ রানের ইনিংস। আর দ্বিতীয় ম্যাচেই ১২০ রানের ঝলমলে ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর টাইগারদের হয়ে মাঠে নেমে আরও দুইবার সেঞ্চুরির আনন্দে মেতেছেন। ২০১৫ সালের মার্চের পর আর জাতীয় দলে ফেরা হয়নি ২৪ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ০৬ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।