ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

ভারতকে হারাবে পাকিস্তান, বিশ্বাস আফ্রিদির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, মে ৭, ২০১৭
ভারতকে হারাবে পাকিস্তান, বিশ্বাস আফ্রিদির চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারাবে পাকিস্তান, বিশ্বাস আফ্রিদির/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের জয়ের সম্ভাবনা দেখছেন শহীদ আফ্রিদি। দলের দুর্দান্ত বোলিং লাইনআপ কোহলিদের ভোগাবে বলে মনে করেন সাবেক তারকা অলরাউন্ডার।

আগামী ১ জুন চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসরের পর্দা উঠবে। বিশ্বকাপের পর এটিই সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট।

৪ জুন বার্মিংহামের এজবাস্টনে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ‘বি’ গ্রুপের বাকি দুই দল শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালের লক্ষ্যে ‘এ’ গ্রুপে লড়বে স্বাগতিক ইংল্যান্ড, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।

ওয়ানডে বা টি-২০ কোনো বিশ্বকাপেই এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। কিন্তু, আইসিসির এই ইভেন্টটিতে এগিয়ে পাকিস্তান। তিনবারের মুখোমুখি লড়াইয়ে একটি জয়ের বিপরীতে দুই ম্যাচেই হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া।

এই বিষয়টি সামনে আনছেন পাকিস্তান ‍আইকন আফ্রিদি, ‘চ্যাম্পিয়নস ট্রফি আইসিসির একমাত্র ইভেন্ট যেখানে ভারতের বিপক্ষে পাকিস্তানের সাফল্য রয়েছে। আমরা এজবাস্টনে ২০০৪ সালে ও সেঞ্চুরিয়ানে ২০০৯ সালের ম্যাচে জয় পেয়েছিলাম। আমার বিশ্বাস, ভারতের বিপক্ষে গ্লোবাল ইভেন্টে উন্নতির লক্ষ্যে এজবাস্টনে পাকিস্তান উজ্জ্বল পারফরম্যান্স করবে। ’

ব্যাটিংয়ে ভারতের শক্তিমত্তার কথাও তুলে ধরেন আফ্রিদি। সে যাই হোক, পাকিস্তানের বোলিং অ্যাটাক ভারতকে চ্যালেঞ্জ জানাতে কার্যকরী ভূমিকা রাখবে বলেই মত তার, ‘আমি আশা করি এজবাস্টনে আসন্ন ম্যাচে একটি ক্লাসিক ইন্দো-পাক লড়াই হবে। ভারত শক্তিশালী টিম পাশাপাশি সাম্প্রতিক পারফরম্যান্সে তারা মানসিকভাবে আমাদের চেয়ে এগিয়ে। প্রতিভাবানদের নিয়ে তাদের আছে ব্যাটিং পাওয়াহাউস যেখানে আক্রমণাত্মক ও অ্যাটাকিং বোলিং লাইনআপের সহযোগিতা পাবে। ’

‘আমার অনুভূতি পাকিস্তানের একটি দুর্দান্ত বোলিং লাইনআপ রয়েছে যেটা ভারতের ব্যাটিংকে চ্যালেঞ্জ জানাতে পারবে, বিশেষ করে ইংলিশ কন্ডিশনে। বরাবরের মতোই দু’দলের জন্য এটা স্নায়ুর খেলা। অবশ্যই পুরো সময়ে নিজেদের ছন্দ ধরে রাখতে হবে। ’-যোগ করেন আফ্রিদি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ৭ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।