ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

প্রিমিয়ার লিগে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৮, মে ৮, ২০১৭
প্রিমিয়ার লিগে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি লিটন দাস/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে নিজের প্রথম সেঞ্চুরি উদযাপন করেছেন লিটন দাস। অষ্টম রাউন্ডের হাইভোল্টেজ ম্যাচে মোহামেডানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করেন আবাহনীর এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

বিকেএসপিতে সোমবারের (৮ মে) ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আবাহনী অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ১০৩ রানের ওপেনিং জুটিতে দলকে উড়ন্ত শুরু এনে দেন লিটন ও শাদমান ইসলাম (২৮)।

আউট হওয়ার আগে ১০৩ বলে ১৩৫ রানের ঝলমলে ইনিংস উপহার দেন লিটন। তাতে ছিল ১৫টি চার ও ২টি ছক্কার মার।

সীমিত ওভারের লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূরণ করেন ২২ বছর বয়সী লিটন। তার ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং স্কোরের ভিত পায় আবাহনী। টুর্নামেন্টে সাত ম্যাচ শেষে দু’টি হারের বিপরীতে দু’দলই পাঁচটি করে ম্যাচ জিতেছে।

প্রিমিয়ার লিগে আলো ছড়ানো লিটন জাতীয় দলের জার্সিতে সম্ভাবনায় খেলোয়াড়দের একজন। বাংলাদেশ টিমে এখন পর্যন্ত ৪ টেস্ট, ৯ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ৮ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।