ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির নিষেধাজ্ঞায় সাকিব অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মে ৮, ২০১৭
মাশরাফির নিষেধাজ্ঞায় সাকিব অধিনায়ক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আয়ারল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে নিয়ে ত্রি-দেশীয় সিরিজে টাইগারদের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা থাকছেন না। তার পরিবর্তে লাল-সবুজদের প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিষেধাজ্ঞার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না মাশরাফি। তিন ম্যাচে স্লো ওভার রেটের কারণে গেল শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচের পর মাশরাফির ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আয়ারল্যান্ডের বিপক্ষে সাকিব অধিনায়কত্ব করলেও পরবর্তী ম্যাচ থেকে আবারো নিজের জায়গায় দেখা যাবে নিয়মিত অধিনায়ক মাশরাফিকে।

আগামী ১২ মে ডাবলিনের মালাহাইডে স্বাগতিক আইরিশদের বিপক্ষে ত্রি-দেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। যেখানে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা।  

এর আগে টাইগাররা কন্ডিশনিং ক্যাম্প করেছে ইংল্যান্ডের সাসেক্সে। সেখান থেকে আয়ারল্যান্ডে উড়াল দেয় তামিম-মুশফিক-তাসকিন-মাহমুদুল্লাহ-মিরাজরা। সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্পের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ। যেখানে প্রথমটিতে দারুণ ব্যাটিং করলেও বৃষ্টির কারণে ম্যাচের ফল হয়নি। কিন্তু সাসেক্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বড় জয়ই পেয়েছে মুশফিকরা।

ত্রি-দেশীয় সিরিজের পরে ইংল্যান্ডে আবারও ফেরত আসবে হাতুরুসিংহের শিষ্যরা। আর সেখানে ১ জুন ইংলিশদের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে লড়বে মাশরাফি বাহিনী। ‘এ’ গ্রুপে বাংলাদেশ আরও খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। উদ্বোধনী ম্যাচে লড়ার পর ১৭ মে প্রতিযোগিতার অপর প্রতিদ্বন্দ্বী দল নিউজিল্যান্ডের বিপক্ষে, ১৯ মে আয়ারল্যান্ড ও ২৪ মে ফের নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

আইপিএল শেষ করে জাতীয় দলের সঙ্গে যোগ দেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আর পারিবারিক কাজে দেশে ফেরত আসা ওয়ানডে অধিনায়ক মাশরাফি গত রাতে যোগ দেন।

ত্রি-দেশীয় সিরিজের জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, সাঞ্জামুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, শুভাশিষ রায়।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ০৮ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।