ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ে উজ্জ্বল মজিদ, বোলিংয়ে সানির ম্যাজিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মে ৮, ২০১৭
ব্যাটিংয়ে উজ্জ্বল মজিদ, বোলিংয়ে সানির ম্যাজিক ব্যাটিংয়ে উজ্জ্বল মজিদ, বোলিংয়ে সানির ম্যাজিক

চলমান ডিপিএলের অষ্টম রাউন্ডে বিশাল জয় তুলে নিয়েছে প্রাইম দোলেশ্বর। ভিক্টোরিয়াকে ১১৯ রানের ব্যবধানে হারিয়েছে শাহরিয়ার নাফিস, আবদুল মজিদ, আরাফাত সানি, ফরহাদ রেজার দলটি।

ভিক্টোরিয়া ৮ ম্যাচের সবকটিতে হেরে টেবিলের তলানীতে। অপরদিকে, প্রাইম দোলেশ্বর ৮ ম্যাচের ৫টিতে জয় আর তিনটিতে পরাজয় নিয়ে সংগ্রহ করেছে ১০ পয়েন্ট।

১৪ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে সব ম্যাচ জেতা গাজী গ্রুপ।

ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রাইমের ওপেনার আবদুল মজিদ আর বল হাতে ভিক্টোরিয়াকে গুঁড়িয়ে দিয়েছেন স্পিনার আরাফাত সানি।

সোমবার (০৮ মে) বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) অষ্টম রাউন্ডে মুখোমুখি হয় প্রাইম দোলেশ্বর আর ভিক্টোরিয়া। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে প্রাইম দোলেশ্বর ৩৩৯ রান তোলে। জবাবে, ভিক্টোরিয়া ৪৫.৫ ওভারে ২২০ রান তুলে গুটিয়ে যায়।

গত মৌসুমে ভিক্টোরিয়ায় খেলা ওপেনার আবদুল মজিদ এবার খেলছেন প্রাইম দোলেশ্বরে। নিজের পুরোনো ক্লাবের বিপক্ষে দুর্দান্ত এক শতক হাঁকান মজিদ। ময়মনসিংহের ২৬ বছর বয়সী আবদুল মজিদ গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে ভিক্টোরিয়ার হয়ে দুটি সেঞ্চুরি করেছিলেন। আজ পুরোনো ক্লাবের বিপক্ষে খেলেছেন ১১৬ রানের ইনিংস। তার ১১৪ বলে সাজানো ইনিংসে ছিল ৭টি চার আর ৫টি ছক্কার মার। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি মজিদের পঞ্চম সেঞ্চুরি। ৫৩টি লিস্ট ‘এ’ ম্যাচে ১ হাজার ৭৪৯ রান করেছেন। ৫ সেঞ্চুরির সঙ্গে আছে ১১টি ফিফটি। আগের ম্যাচেও ফিফটি করেছিলেন। প্রথমশ্রেণির ম্যাচেও মজিদের নামের পাশে ৬টি সেঞ্চুরি আর ১৩টি হাফ-সেঞ্চুরি আছে। আছে ২৫৩ রানের অপরাজিত ইনিংস খেলার অভিজ্ঞতা।

মজিদের সেঞ্চুরির সাথে চতুরাঙ্গা ডি সিলভা (৬৪) ফিফটির দেখা পান। এছাড়া, ওপেনার ইমতিয়াজ হোসেন ৩৬, শাহরিয়ার নাফিস ৩৪, মার্শাল আইয়ুব ২৪, শরীফুল্লাহ অপরাজিত ৩৯, এনামুল হক ১৩ রান করেন।

৩৪০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভিক্টোরিয়ার টপঅর্ডার ব্যর্থ হন। পাঁচ নম্বরে নামা শফিউল হায়াত ৬৬ আর ছয় নম্বরে নামা মইনুল ইসলাম ৬৪ রান করেন। শেষ দিকে মাহবুবুল ২৪ রান করেন।

বল হাতে এবারের মৌসুমে প্রথম ম্যাচে ৫ আর দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট পাওয়া প্রাইম দোলেশ্বরের স্পিনার আরাফাত সানি এবার নিজেকে ছাড়িয়ে গেছেন। ৯.৫ ওভারে ৫৬ রান খরচায় তুলে নিয়েছে ৬টি উইকেট। একটি করে উইকেট পান এনামুল হক, ডি সিলভা এবং মার্শাল আইয়ুব। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সেঞ্চুরিয়ান আবদুল মজিদ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ০৮ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।