ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

রূপগঞ্জের পঞ্চম জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, মে ৮, ২০১৭
রূপগঞ্জের পঞ্চম জয় রূপগঞ্জের পঞ্চম জয়

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে খেলাঘরের বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। অষ্টম রাউন্ডে খেলাঘরকে ২৮ রানে হারিয়ে নিজেদের পঞ্চম জয়ের দেখা পেয়েছে দলটি।

আগে ব্যাট করা রূপগঞ্জ ইনিংসের ১ বল বাকি থাকতে অলআউট হয়। এর আগে ২৩৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়।

জবাবে, ৪৮.১ ওভারে গুটিয়ে যাওয়ার আগে খেলাঘর তোলে ২১১ রান।

রূপগঞ্জ এর ওপেনার হাসানুজ্জামান ৩৬ আর পিনাক ঘোষ ১২ রান করে বিদায় নেন। এছাড়া, ইয়াসির আলি ৫৯, রেজা আলি ৪৬, মোশাররফ হোসেন ২২, দলপতি নাঈম ইসলাম ৯ রান করেন।

২৪০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে টানা দুই সেঞ্চুরি করা খেলাঘরের ওপেনার রবিউল ইসলাম রবি ইনিংসের প্রথম বলেই বিদায় নেন। আরেক ওপেনার সালাউদ্দিন পাপ্পু ৩৮ রান করেন। নাজমুস সাদাতের ব্যাট থেকে আসে ৫২ রান। নাজিমউদ্দিন করেন ৫৯ রান। ৪৮.১ ওভারে ২১১ রানে থামে খেলাঘরের ইনিংস।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ০৮ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।