ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

মুম্বাইকে সহজেই হারালো মোস্তাফিজের দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, মে ৮, ২০১৭
মুম্বাইকে সহজেই হারালো মোস্তাফিজের দল হায়দ্রাবাদকে জেতালেন ধাওয়ান ও হেনরিকেস-ছবি:সংগৃহীত

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে সাত উইকেটের বড় ব্যবধানে হারালো সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এ জয়ের ফলে প্লে-অফে ওঠার আশা এখনও বেঁচে রইলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

প্রথমে ব্যাট করা মুম্বাই নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে। জবাবে তিন উইকেট হারিয়ে ও ১০ বল বাকি থাকতে জয় তুলে নেয় ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে হায়দ্রাবাদ।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শিখর ধাওয়ানের অপরাজিত হাফসেঞ্চুরি (৬২) ও মইসেস হেনরিকেসের ৪৪ রানে ভর করে জয় পায় হায়দ্রাবাদ। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মার ৬৭ রানে ১৩৮ রানের স্বল্প স্কোর গড়ে মুম্বাই।  

হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সিদার্থ কোউল। এছাড়া দুটি উইকেট পান ভুবেনশ্বর কুমার। ম্যাচ সেরার পুরস্কার পান ধাওয়ান।

প্রসঙ্গত হায়দ্রাবাদের গত মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা রাখেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। তবে এবারের মৌসুমে মাত্র একটি ম্যাচই খেলেন তিনি। বর্তমানে জাতীয় দলের হয়ে ত্রি-দেশীয় সিরিজে খেলতে আয়ারল্যান্ডে রয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০১২০, ০৯ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।