ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টি জেতালো ব্রাদার্স-প্রাইম ব্যাংককেও

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, মে ৯, ২০১৭
বৃষ্টি জেতালো ব্রাদার্স-প্রাইম ব্যাংককেও দিনের তিনটি ম্যাচই বৃষ্টি আইনে নিষ্পত্তি

বৃষ্টি আইনে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দিনের তিন ম্যাচের একটিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২৪ রানের জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। অপর দুটি ম্যাচের মীমাংসাও হয়েছে বৃষ্টি আইনে। যেখানে কলাবাগান ক্রীড়া চক্রকে ১৭ রানে ব্রাদার্স ইউনিয়ন ও পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৩৭ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

মঙ্গলবার (৯ মে) ফতুল্লায় প্রাইম ব্যাংকের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে পারটেক্স। তবে ব্যাটিংয়ে নামাটা দলটির জন্য মোটেও সুখকর ছিল না।

কেননা প্রাইম ব্যাংক বোলারদের বোলিং তোপে ৪৬.২ ওভারে ১৯২ রানে গুটিয়ে যায় পারটেক্সের ইনিংস।  বৃষ্টি আইনে হেরে গেল শেখ জামাল

দলের হয়ে ব্যাট হাতে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৯ রান করেছেন জনি তালুকদার। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান এসেছে যতিন সাক্সেনার ব্যাট থেকে।

প্রাইম ব্যাংকের হয়ে নাজমুল ইসলাম ৩টি, আসিফ আহমেদ ২টি এবং নাহিদুল ইসলাম, তাইবুর রহমান, আরিফুল হক ও আলআমিন নিয়েছেন ১টি করে উইকেট।

জবাবে ১৯৩ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে প্রাইম ব্যাংক। কিন্তু দলটির ব্যাটিং ইনিংসের ২৪তম ওভার শেষে বৃষ্টি শুরু হলে আর খেলা মাঠে গড়ায়নি। তখন প্রাইম ব্যাংকের দলীয় সংগ্রহ বিনা উইকেটে ১১৪ রান।

ফলে বৃষ্টি আইনে ৩৭ রানে দলটিকে জয়ী ঘোষণা করা হয়। প্রাইম ব্যাংকের দুই ওপেরার মেহেদি মারুফ ৫২ ও জাকির হাসান ৫৫ রানে অপরাজিত ছিলেন।

দিনের অপর ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে মেহরাব হোসেন জুনিয়র ও মু্ক্তার আলীর ২৮ রানে ভর করে ৪২.২ ওভারে ১৭১ রানে অলআউট হয় কলাবাগান ক্রীড়া চক্র।

জবাবে ১৭২ রানের সহজ লক্ষ্যে খেলতে নামা ব্রাদার্স ইউনিয়নের ইনিংসের ২২তম ওভারে বৃষ্টি হানা দিলে ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়। স্কোরবোর্ডে ব্রাদার্সের দলীয় সংগ্রহ তখন ১ উইকেটে ৮২ রান।  

ফলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ব্রাদার্সকে ১৭ রানে জয়ী ঘোষণা করা হয়। ব্যাট হাতে ব্রাদার্সের হয়ে জুনায়েদ সিদ্দিক ৩৮ ও মানবেন্দর বিসলা অপরাজিদত ছিলেন ৩১ রানে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ৯ মে, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।