ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে সাব্বিরের ১০০, বাংলাদেশ ৩৯৪!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মে ১০, ২০১৭
প্রস্তুতি ম্যাচে সাব্বিরের ১০০, বাংলাদেশ ৩৯৪! প্রস্তুতি ম্যাচে সাব্বিরের ১০০-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। সাব্বির রহমানের ঝড়ো সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ৩৯৪ রান করেছে টাইগাররা। এদিন ব্যাটিংয়ে নামা প্রায় সবাই নিজেদের ঝালিয়ে নিয়েছেন।

আয়ারল্যান্ডে নিউজিল্যান্ডকে নিয়ে ত্রি-দেশীয় সিরিজের আগে এদিন বেলফাস্টে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। তবে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির মাধ্যমেই সফরকারীরা তুলে নেয় ২৭২ রান।

শুরুটা ভালো হয় বাংলাদেশের ৪৪ রান আসে উদ্বোধনী জুটিতে। ১৭ রান করে বিদায় নেন সৌম্য সরকার। তবে দ্বিতীয় উইকেট জুটিতে আইরিশ বোলারদের পিটিয়ে ১০৩ রানের পার্টনারশিপ গড়েন তামিম ও সাব্বির জুটি। ৭৪ বলে ১৪ চার ও দুটি ছক্কায় ৮৬ রান করে আউট হন ওপেনার তামিম।

উইকেটে অবিচল থাকেন সাব্বির। ৮৬ বলে ১৬টি চার ও এক ছক্কায় বরাবর ১০০ রান করে স্বেচ্ছায় অবসরে যান হার্ডহিটার এ ব্যাটসম্যান। থেমে থাকেননি পরের ব্যাটসম্যানরাও। সাকিব (৪৪, ২৭ বলে), মোসাদ্দেক (৩১, ২৭ বলে), মুশফিক (৪১, ২৪ বলে) ও মাহমুদউল্লাহ (৪৯, ৩১ বলে) ব্যাটিংয়ে দারুণ অবদান রাখেন। মাশরাফি ও মিরাজ অপরাজিত থাকেন।

প্রস্তুতিমূলক ম্যাচ তাই দু’দলেই রয়েছেন ১২ জন করে ক্রিকেটার। তবে ব্যাটিং ও ফিল্ডিংয়ে ১১ জন করেই খেলতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ১০ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।