ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ে তামিম-সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, মে ১২, ২০১৭
ব্যাটিংয়ে তামিম-সৌম্য ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ত্রি-দেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ। ডাবলিনে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছেন টাইগার দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। 

স্লো ওভার রেটিংয়ের কারণে ত্রি-দেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ ম্যাচে নেতৃত্বে আছেন সাকিব আল হাসান।

এবারের ত্রি-দেশীয় সিরিজে আয়ারল্যান্ড ও বাংলাদেশ ছাড়াও রয়েছে শক্তিশালী নিউজিল্যান্ড। এই সিরিজে আবার ভালো করে ২০১৯ বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করার সুযোগ থাকছে বাংলাদেশের।

ত্রি-দেশীয় সিরিজের পরই বাংলাদেশ ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাবে। ফলে মিনি বিশ্বকাপ খ্যাত আসরটির জন্যও ভালো প্রস্তুতি হয়ে যাবে। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টারলিং, উইলিয়াম পোটারফিল্ড, নেইল ও’ব্রাইন, অ্যান্ড্রু বালবিরনে, স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন, কেভিন ও’ব্রাইন, জর্জ ডকরেল, ব্যারি ম্যাককার্থি, টিম মুরটাগ, পিটার চেজ।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ১২ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।