ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিম-মাহমুদুল্লাহরা আশা যোগাচ্ছে সাকিবকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মে ১৩, ২০১৭
তামিম-মাহমুদুল্লাহরা আশা যোগাচ্ছে সাকিবকে কনকনে ঠান্ডা, চমকিয়ে দেওয়া সবুজাভ উইকেট, ম্যাচের আগে বৃষ্টি-ছবি: সংগৃহীত

ডাবলিনে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আইরিশদের বিপক্ষে জয় পাওয়া হয়নি টাইগারদের। বৃষ্টির কারণে পূর্ণ ৪ পয়েন্ট অর্জন করা হয়নি সাকিব-তামিম-মুশফিক-মাহমুদুল্লাহ রিয়াদদের।

তবে, দলের ভারপ্রাপ্ত অধিনায়কত্বের দায়িত্ব পালন করা সাকিব তাতে অসন্তুষ্ট নন, বরং তামিম-মাহমুদুল্লাহর কন্ডিশন জয় করে দুর্দান্ত ব্যাটিং করা আশাবাদী করে তুলছে সাকিবকে।

আইরিশদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে টাইগাররা।

বৃষ্টির কারণে তিন ঘণ্টার বেশি সময় অপেক্ষা করে বাংলাদেশ সময় রাত পৌনে দশটার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। ফলে, বাংলাদেশের পয়েন্টে ভাগ বসিয়ে স্বাগতিকরা পায় সমান দুই পয়েন্ট। বৃষ্টির আগে ৩১.১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে বাংলাদেশ। ব্যাটিংয়ে অপরাজিত ছিলেন তামিম ইকবাল (৬৪) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৪৩)।

কনকনে ঠান্ডা, চমকিয়ে দেওয়া সবুজাভ উইকেট, ম্যাচের আগে বৃষ্টি-সবকিছু মিলিয়ে টাইগারদের বেশ চাপ নিয়েই ব্যাট হাতে নামতে হয়। এ প্রসঙ্গে সাকিব জানান, ‘আমি আশাবাদী হয়ে উঠছি তামিম-মাহমুদুল্লাহর ব্যাটিং দেখে। আয়ারল্যান্ড কন্ডিশনে সময় যত গড়াবে, বাংলাদেশ ততই ভালো খেলবে। কারণ, যে কন্ডিশনে খেলে আমরা অভ্যস্ত, পরিস্থিতি ছিল তার উল্টো। কঠিন কন্ডিশনে আমাদের ব্যাট হাতে নামতে হয়েছিল। কিন্তু, সময়ের সাথে সাথে বল পুরোনো হয়েছে, আমরাও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। প্রথম দিনের অভিজ্ঞতা ভালোই হলো। আমরা এখন নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচের অপেক্ষায় আছি। ’

ম্যাচের ১৫তম ওভারে দলীয় ৭০ রানের মাথায় টাইগাররা হারায় টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে। ২১তম ওভারে দলীয় শতকের দেখা পায় বাংলাদেশ। পরে ক্যারিয়ারের ৩৫তম অর্ধশতকের দেখা পান ওপেনার তামিম ইকবাল। তামিম ও মাহমুদউল্লাহ জুটিতে আসে অবিচ্ছিন্ন ৮৭ রান। তামিমের ৮৮ বলে সাজানো ৬৪ রানের ইনিংসে ছিল আটটি বাউন্ডারি। আর ৫৬ বলে ৪৩ রান করা মাহমুদুল্লাহ রিয়াদের ইনিংসে ছিল ৪টি চার আর একটি ছক্কার মার।

সাকিব আরও যোগ করেন, ‘তামিম দারুণ ব্যাট করেছে। সে নিজেকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছিল খুব দ্রুত। এমন ঠান্ডায় আর সবুজাভ উইকেটে তামিম নিজেকে সঠিকভাবে প্রয়োগ করেছে। মাহমুদুল্লাহর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাদের জুটিটা ম্যাচের চেহারা পুরোপুরি পাল্টে দিয়েছিল। ম্যাচের নিয়ন্ত্রণটাও একটু একটু করে আমাদের হাতেই চলে এসেছিল। ’

আগামী বুধবার (১৭ মে) নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। নিষেধাজ্ঞা কাটিয়ে সেই ম্যাচে ফিরবেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ১৩ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।