ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্রাভোর টার্গেট ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, মে ১৪, ২০১৭
ব্রাভোর টার্গেট ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ বিগ ব্যাশে ইনজুরির সময় ব্রাভো-ছবি:সংগৃহীত

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলতি বছরের আগস্টে নিজ দেশের ঘরোয়া টি-টোয়েন্টি ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগকে টার্গেট করেছেন ডোয়েন ব্রাভো। যেখানে এ বছরের অর্ধেকের বেশি সময় হ্যামিস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হতেই কাজ করছেন তিনি।

গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগাডসের হয়ে খেলতে গিয়ে প্রথম ইনজুরিতে পড়েন ব্রাভো। পরবর্তীতে তিনি ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগে খেলতে পারেননি।

কিন্তু চলমান আইপিএলে গুজরাট লায়ন্সের হয়ে শুরুর দিকে খেললেও পুনর্বাসনের জন্য শেষ করতে পারেননি।

এদিকে ব্রায়ান লারার ক্রিকেট একাডেমি উদ্বোধন উপলক্ষ্যে একটি প্রীতি ম্যাচে খেলার কথা রয়েছে ব্রাভোর। তবে ফিটনেস ভালো না থাকায় পুরো ম্যাচে থাকবেন কিনা তার নিশ্চয়তা দেননি তিনি। এর আগে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়ার পর অবসর নেন তিনি। যেখানে ক্যারিবীয়দের হয়ে এই একটি ফরম্যাটেই খেলতেন।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ১৪ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।