ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিদায়ী ম্যাচে জয় উপহার পেলেন মিসবাহ-ইউনিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, মে ১৫, ২০১৭
বিদায়ী ম্যাচে জয় উপহার পেলেন মিসবাহ-ইউনিস বিদায়ী ম্যাচে জয় উপহার পেলেন মিসবাহ-ইউনিস-ছবি:সংগৃহীত

এমন বিদায় পেলে কার না ভালো লাগে। ক্যারিয়ারের শেষ ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়লেন পাকিস্তানের দুই কিংবদন্তি মিসবাহ উল হক ও ইউনিস খান। ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তাদেরই মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয় করলো পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান-৩৭৬ ও ১৭৪/৮
ওয়েস্ট ইন্ডিজ-২৪৭ ও ২০২

...এদিন ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল পাকিস্তান। ক্যারিবীয় ব্যাটসম্যান রোস্টন চেজের দুর্দান্ত শতকও বাঁচাতে পারলো না স্বাগতিকদের।

এমনকি মাত্র আর একটি ওভার টিকতে পারলেই ড্র নিয়ে মাঠ ছাড়তে পারতো ক্যারিবীয়ানরা।

জয়ের জন্য রোববার ডোমিনিকা পার্কে তৃতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন পাকিস্তানের দরকার ছিল ৯ উইকেট। আর ওয়েস্ট ইন্ডিজের ২৯৭ রান। সিরিজে ইয়াসিরের তৃতীয় পাঁচ উইকেটে সেই লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান।

...শেষ ওভারের আগের ওভারে পঞ্চম বলে শ্যানন গ্যাব্রিয়েলকে সরাসরি বোল্ড করে জয় উদযাপন করেন লেগ স্পিনার ইয়াসির শাহ। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করে ১০১ রানে অপরাজিত থাকেন চেজ।  

চেজের ইনিংস ছাড়া দিনের বাকি গল্পটা শুধুই ইয়াসির ও পাকিস্তানি পেসারদের। ক্যারিবীয় আর কোনো ব্যাটসম্যানই ২৫ রানের বেশি করতে পারেনি। ৩০৪ রানের টার্গেটে শেষ পর্যন্ত ২০২ রানে থামে তাদের ইনিংস।  

...বীরোচিত ইনিংস খেলা চেজকে অবশ্য ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়। তবে পুরো সিরিজে দারুণ বল করা ইয়াসির পান সিরিজ সেরার পুরস্কার। কিন্তু দিন শেষে সবচেয়ে খুশি মনেই মাঠ ছেড়েছেন বিদায়ী অধিনায়ক মিসবাহ ও অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ১৫ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।