ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিলিয়ন ডলারের ক্রিকেটার নেই, চটেছেন পিটারসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মে ১৫, ২০১৭
মিলিয়ন ডলারের ক্রিকেটার নেই, চটেছেন পিটারসেন আইপিএলে স্টোকস না থাকায় চটেছেন পিটারসেন-ছবি:সংগৃহীত

চলমান আইপিএলের লিগ পর্ব শেষ হলো মাত্র, এখন থেকে হবে প্লে-অফের জমজমাট ম্যাচগুলো। তবে এরই মধ্যে দুঃসংবাদ শুনতে হলো প্লে-অফে জায়গা করে নেওয়া রাইজিং পুনে সুপারজায়ান্টকে। কারণ দলের সেরা তারকা বেন স্টোকসে পাচ্ছে না তারা। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার জন্য ডাক পড়েছে স্টোকসের।

দশম আইপিএল আসরের জন্য রেকর্ড ২.১৬ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে স্টোকসে দলে ভিড়িয়েছিল পুনে। আর দলের প্লে-অফে ওঠার পেছনে দারুণ ভূমিকাও রাখেন ফাস্ট বোলিং এ অলরাউন্ডার।

এখন পর্যন্ত ২৫ বছর বয়সী এ তারকা ১২ ম্যাচে ৩১৬ রান করেছেন। যেখানে একটি সেঞ্চুরিও রয়েছে। এছাড়া সমান ১২টি উইকেটও তুলে নেন তিনি।

শুধুমাত্র স্টোকসই নয়, প্লে-অফের শীর্ষ দল মুম্বাই ইন্ডিয়ান্স তাদের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান জস বাটলারকে পাচ্ছে না একই কারণে। আগামী ২৪ মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ইংল্যান্ড। যেখানে তিন দিন আগে ফাইনাল অনুষ্ঠিত হবে আইপিএলের।

এদিকে দ্রুত ইংলিশ তারকাদের আইপিএল থেকে ডাক দেওয়ার জন্য চটেছেন দেশটির সাবেক তারকা কেভিন পিটারসেন। তিনি ক্ষোভ প্রকাশ করেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ওপর, ‘এটা হৃদয়বিদারক। ব্যাপারটি কশাইখানার মতো হলো। স্টোকসের সেমিফাইনাল ও ফাইনালের মতো ইভেন্টে থাকা উচিৎ ছিল। আগামী সপ্তাহে আইপিএলের মূল মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। ’

ইসিবি নিজেদের অনুশীলন ক্যাম্প করতে স্পেনে যাচ্ছে। আর স্টোকস ও বাটলারও সেখানে যাচ্ছেন। তবে বর্তমানে আইপিএলের ধারাভাষ্যকার হিসেবে থাকা পিটারসেন বলেন, ‘কেন তারা স্পেনে যাচ্ছে? মাঠে তাদের আসল অনুশীলন। তার আইপিএলে খেলা উচিৎ ছিল। ’

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ১৫ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।