ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টানা ৯ জয়ে উড়ছে গাজী গ্রুপ ক্রিকেটার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
টানা ৯ জয়ে উড়ছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের জার্সিতে উজ্জ্বল আনামুল হক বিজয়/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরে এক কথায় অপ্রতিরোধ্য গাজী গ্রুপ ক্রিকেটার্স। টানা ৯ ম্যাচেই জয়ের ধারায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুন্ন রাখলো তারা।

সোমবার (১৫ মে) নবম রাউন্ডের ম্যাচে খেলাগর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে সাত উইকেটের দাপুটে জয় তুলে নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৪১ বল হাতে রেখে ১৭৬ রানের লক্ষ্য টপকে ‍যায়।

বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৪৩ ওভারে।

সোহরাওয়ার্দী শুভ ৫৮ ও পারভেজ রসুল ৪২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অর্ধশতক হাঁকান ওপেনার আনামুল হক বিজয় (৬৭)। জহুরুল ইসলাম রানের দেখা পাননি। ৬ রানে আউট হন মুমিনুল হক। তিনটি উইকেটই নেন তানভীর ইসলাম।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৪৩ ওভারে সাত উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৫ রান তোলে খেলাগর। সর্বোচ্চ ৪৯ রান করে রানআউটের ফাঁদে পড়েন অমিত মজুমদার। ওপেনার রবিউল ইসলাম রবি ৪১, রাফসান আল মাহমুদ ২৮ ও মোহাম্মদ নাজিমউদ্দিন করেন ২৫।

একাই চারটি উইকেট দখল করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন পেসার আবু হায়দার রনি। বাকি দুই উইকেট নেন ভারতীয় অফস্পিন অলরাউন্ডার পারভেজ রসুল।

১২ দলের পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত শতভাগ জয়ে শীর্ষস্থানধারী গাজী গ্রুপ ক্রিকেটার্সের সংগ্রহ ৯ ম্যাচে ১৮ পয়েন্ট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড সমান ম্যাচে সাত জয়ে চার পয়েন্ট পিছিয়ে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে দু’দলের সামনে লিগ পর্বে আর দুই রাউন্ডের খেলা বাকি। শীর্ষ ছয় দল শিরোপা লড়াইয়ে সুপার লিগে (সুপার সিক্স) প্রতিদ্বন্দ্বিতা করবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ১৫ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।