ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলিকে নিয়ে ভারতের চিন্তার কারণ নেই: গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মে ১৬, ২০১৭
কোহলিকে নিয়ে ভারতের চিন্তার কারণ নেই: গেইল ক্রিস গেইল ও বিরাট কোহলি/ছবি: সংগৃহীত

অাইপিএলের এবারের আসরে নিজের ছায়া হয়ে ছিলেন বিরাট কোহলি! টুর্নামেন্টের ১০ বছরের ইতিহাসে ভুলে থাকার মতোই মৌসুম পার করেছে তার দল। সবার আগে বাদ পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

সে যাই হোক, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে অধিনায়কের ফর্ম নিয়ে ভারতের চিন্তার কোনো কারণ নেই বলেই মনে করেন কোহলির বেঙ্গালুরু সতীর্থ ক্রিস গেইল।

ক্যারিবীয় সুপারস্টারের বিশ্বাস, চ্যাম্পিয়নস ট্রফিতে সেরা ফর্মে ফিরবেন কোহলি।

আগামী ৪ মে বার্মিংহামের এজবাস্টনে হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে কোহলির ভারত। ‘বি’ গ্রুপের অপর দুই দল শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। প্রসঙ্গত, র‌্যাংকিংয়ের শীর্ষ আটের বাইরে থাকায় আট দলের মর্যাদাপূর্ণ এ ইভেন্টে নেই গেইলের ওয়েস্ট ইন্ডিজ।

গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে কাঁধের ইনজুরিতে ভোগেন। মিস করেন আইপিএলের শুরুর দিকের কয়েকটি ম্যাচ। পূর্ণ ফিটনেস নিয়ে ফিরলেও নিজের নামের সুবিচার করতে পারেননি। আরসিবি’র ব্যর্থ আইপিএল মিশনে হতাশায় ডোবেন কোহলি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের আগে ফর্মের তুঙ্গে ছিলেন কোহলি। নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে সবগুলো টেস্ট সিরিজে অন্তত একটি ডাবল সেঞ্চুরি উদযাপন করেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস। হঠাৎই যেন ব্যাটিংয়ের ছন্দপতন ঘটে। অজিদের সামনে খেই হারিয়ে ফেরেন। কাঁধের ইনজুরিতে ছিটকে যান চতুর্থ ও শেষ টেস্টে।

আইপিএলেও সেই বৃত্ত থেকে বের হতে পারেননি। গত আসরের তুলনায় এবার একেবারেই ম্লান তার ব্যাটিং ফর্ম। ৩০.৮ গড়ে করেছেন ৩০৮ রান। কোহলির মতোই জ্বলে উঠতে ব্যর্থ হন এবি ডি ভিলিয়ার্স ও গেইল। আট দলের পয়েন্ট টেবিলে তলানিতে থেকে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় গতবারের রানার্সআপরা।

কোহলির ওপর দিয়ে একটা ঝড়ই বয়ে গেছে! যাই হোক না কেন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে সামনে থেকেই নেতৃত্ব দেবেন। এমনটাই বিশ্বাস গেইলের, ‘সে (কোহলি) নিজের অবস্থান পরিষ্কার করেছে, অন্যদের মতোই কষ্ট পেয়েছে (আরসিবির ব্যর্থতায়)। লিডার হিসেবে আপনাকে উঠে দাঁড়াতে হবে এবং তার ব্যক্তিত্ব সেরকমই। ’

ভারতীয় ইংরেজী দৈনিক ‘হিন্দুস্তান টাইমস’ এ দেওয়া সাক্ষাৎকারে গেইল আরও বলেন, ‘যদি আপনি এ ধরনের হারের বৃত্তে থাকেন কথা বলার শব্দ হারিয়ে ফেলবেন। যত দ্রুত সম্ভব আপনাকে সেখান থেকে বেরিয়ে স্বরূপে ফিরতে হবে। কোহলি ভিন্ন পরিবেশে থাকবে (ভারতীয় টিমে)। হয়তো এটাই তাকে নিজের সেরা ফর্মে ফেরাতে সাহায্য করবে, রানের মধ্য দিয়ে। ’

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ১৬ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।