ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়া বধে প্রত্যয়ী মিরাজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
অস্ট্রেলিয়া বধে প্রত্যয়ী মিরাজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গত বছর বাংলাদেশ সফরে আসা ইংল্যান্ডকে টেস্টে নাকানি চুবানি খাওয়ানো বাংলাদেশি বোলার কে? সবাই একবাক্যে বলবেন, মেহেদি হাসান মিরাজ। বলবেনই বা না কেন? চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ও নিজের অভিষিক্ত টেস্টে একটি দুটি নয়, ইংলিশদের সাতটি উইকেট থলিতে পুড়ে রীতিমতো চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিলেন ইংলিশদের কপালে।

দ্বিতীয় টেস্টে আরও বিধ্বংসীরূপে আবির্ভূত হন এই স্পিনার। স্পিনের ঘূর্ণিপাকে ফেলে তুলে নেন সফরকারীদের ১২ উইকেট।

তার সেই অবিস্মরণীয় বোলিংয়ে ইংলিশদের বিপক্ষে প্রথমবারের মতো টিম বাংলাদেশের আসে ১০৮ রানের ঐতিহাসিক জয়। আর মাত্র ১ মাসের ব্যবধানেই দুই ম্যাচ সিরেজের টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া।

ইংলিশদের হারিয়ে লোভাতুর মিরাজ এবার অজিদের বধেও দারুণ প্রত্যয়ী। এই ক্ষেত্রে অবশ্য শুধু ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ই নয়, তাকে আশা দেখাচ্ছে গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতেই টিম বাংলাদেশের শততম টেস্ট জয়ের গৌরবও।

মঙ্গলবার (১১ জুলাই) মিরপুরে গণমাধ্যমের সামনে অজি বধের দৃঢ় এমন প্রত্যয় ব্যক্ত করেন মিরাজ। আর অজি বধে যেন-তেন উইকেট নয়, চাইছেন গত বছর ইংলিশদের বিপক্ষে যে স্পিন সহায়ক উইকেটটি করা হয়েছিল তেমন কিছুই, ‘এটা কিন্তু সবাই জানে আমরা শুধু ওয়ানডেতে ভালো খেলছি না, টেস্টেও ভালো খেলছি। শেষ এক বছরে আমরা অনেক ক্রিকেট খেলেছি। বড় বড় টিমের সাথে আমরা জিতেছি। ইংল্যান্ডের সাথে আমরা জিতেছি, শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্ট জিতেছি। বিশ্বের বড় বড় দলকে হারানোর যোগ্যতা রাখি। সেটা আমরা প্রমাণ করেছি। যে উইকেটেই খেলি না কেন, লক্ষ্য থাকবে ভালো করার জন্য। স্পিনারদের সহায়ক উইকেট হলে আমাদের জন্য ভালো হবে। ’

উল্লেখ্য, দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়ার। ২২ দিনের বাংলাদেশ সফরে এসে ২২ ও ২৩ আগস্ট ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচের পর ২৭-৩১ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক বাংলাদেশকে মোকাবেলা করবে অজিরা।

এরপর ৪-৮ সেপ্টেম্বর দ্বিতীয় ও শেষ টেস্টে চট্টগ্রামে জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের মোকাবেলা করবে টিম অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ১১ জুলাই ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।