ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যে বিশ্ব রেকর্ড চাননি মরকেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
যে বিশ্ব রেকর্ড চাননি মরকেল যে বিশ্ব রেকর্ড চাননি মরকেল-ছবি:সংগৃহীত

নিজের প্রতিই হতাশ হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মরনে মরকেল। তবে এই হতাশা তাকে বাজে একটি বিশ্ব রেকর্ড থেকে মুক্তি দেয়নি। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে তার বোলিংয়ে উইকেট যখন ‘নো’ বলে রুপান্তর হয়, তখন এই অভিজ্ঞতা হয় তার।

এ নিয়ে ১৩ বার টেস্টে এমন কাণ্ড করলেন মরকেল। যেখানে উইকেট পাওয়ার পর জানতে পারেন আম্পায়ার ‘নো’ বলের ডাক দিয়েছেন।

ইংল্যান্ডের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে প্রোটিয়ারা ২১১ রানের বড় ব্যবধানে হেরেছে। লর্ডসে যেখানে বেন স্টোকসকে বোল্ড করার পর জানতে পারেন তিনি ‘ওভার স্টেপিং’ করেছেন।

ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টে নামার আগে এ প্রসঙ্গে মরকেল বলেন, ‘উইকেট, তারপর ‘নো’ বল এটা আমার জীবনে প্রথম নয়। এটা আমার জীবন থেকে শেষ হচ্ছে না। ১৩ বার হ্যা, এটা বিশ্ব রেকর্ড। ’

এমন বাজে অভিজ্ঞতা হলেও মরকেল অবশ্য টেস্টে বর্তমান বিশ্বে পেসারদের মধ্যে অন্যতম। এখন পর্যন্ত ৭৫ টেস্ট খেলা ৩২ বছর বয়সী এ ডানহাতি ২৬০টি উইকেট তুলে নিয়েছেন। যেখানে ৫ উইকেট করে পেয়েছেন ছয়বার।

আগামী ১৪ জুলাই দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ১৩ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।