ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রংপুরে খেলবেন লঙ্কান পেরেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
রংপুরে খেলবেন লঙ্কান পেরেরা রংপুরে খেলবেন লঙ্কান পেরেরা-ছবি:সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে ‘বসুন্ধরা গ্রুপের’ অধীনে ভালো কিছু করতে উঠে-পড়ে লেগেছে রংপুর রাইডার্স। এরই ধারাবাহিকতায় দলটি এবার দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কান উইকেটরক্ষক- ব্যাটসম্যান কুশল পেরেরাকে।

আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের পঞ্চম আসর। তাই আগে-ভাগেই দল গোছানোর কাজে হাত দিয়েছে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে থাকা অন্যতম এ দলটি।

কুশল পেরেরার অন্তর্ভুক্তিতে আসন্ন বিপিএলের জন্য দলে ভেড়ানো ক্রিকেটারদের সংখ্যাটা গিয়ে আটে দাঁড়ালো রংপুরের।

২৬-বছর বয়সী, বাঁহাতি ব্যাটসম্যান পেরেরা শ্রীলঙ্কার হয়ে জাতীয় দলের জার্সি গায়ে অভিজ্ঞতা অর্জন করেছেন তিন ফরম্যাটেই খেলার। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল ও এসএলপিএলে খেলার সুযোগ পেয়েছে। জাতীয় দলের হয়ে বেশ সাফল্যর সাথে ১০ টেস্ট, ৭০ ওয়ানডে ও ২৭ টি-টোয়েন্টি ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন।  

মারকুটে ব্যাট চালাতে পছন্দ করা পেরেরার স্টাইক রেটটা সীমিত ওভারের লড়াইয়ের জন্য বেশ কার্যকরী। লঙ্কান এ ক্রিকেটারকে আসন্ন বিপিএলের জন্য রংপুরে নিশ্চিত করার খবর জানিয়েছেন দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক।

তাছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটকে গুরুত্ব দিয়ে দলে একাধিক অলরাউন্ডার সাথে ডেভিড ওয়ার্নার, ক্রিস মরিসদের দলে ভেড়ানোরও চেষ্টা করছে বলে জানিয়েছেন ইশতিয়াক।

উল্লেখ্য এখনো পর্যন্ত দলটি স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস ও ইংল্যান্ডের রবি বোপারা, ক্রিস গেইল, আরাফাত সানি, রুবেল হোসেনকে আসন্ন বিপিএলের আসরের জন্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ১৬ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।