ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোচ হতে অপেক্ষায় দ্রাবিড়-জহির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
কোচ হতে অপেক্ষায় দ্রাবিড়-জহির কোচ হতে অপেক্ষায় দ্রাবিড়-জহির-ছবি:সংগৃহীত

ভারতীয় জাতীয় দলে কোচ নিয়োগ নিয়ে নাটক চলছেই। টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রীকে ঠিক করা হলেও এখনও ধোঁয়াশা রয়ে গেছে ব্যাটিং ও বোলিং কোচ নিয়ে।

শাস্ত্রীর নাম ঘোষণার দিন বিসিসিআইর পক্ষ থেকে জানানো হয় শাস্ত্রীর সাথে দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করবেন সাবেক পেসার জহির খান এবং বিদেশের মাটিতে ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন কিংবদন্তী সাবেক ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। তবে এই দুই স্বদেশীকে নিয়ে এবার নাটক শুরু করেছে বিসিসিআই।

সম্প্রতি বিসিসিআইয়ের কমিটি অফ অ্যাডমিনেস্ট্রেশন (সিওএ) জানায়, দ্রাবিড় এবং জহিরকে কোচ করার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাদের নিয়োগ দেওয়া হবে কি না সেটি পুরোটাই এখন নির্ভর করছে ধোনিদের নতুন নিয়োগ পাওয়া কোচ রবি শাস্ত্রীর উপর। তিনি প্রয়োজন বোধ করলেই কেবল দায়িত্ব পাবেন দ্রাবিড় ও জহির!

এসময় আরও জানানো হয়, প্রধান কোচ কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক নিয়োগ দেওয়া হলেও ব্যাটিং ও বোলিং কোচ নিয়োগে দ্বারস্থ হওয়া লাগতে পারে নতুন কোনো কমিটির। ঐ কমিটিতে দেখা যেতে পারে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি সিকে খান্না, সেক্রেটারি অমিতাভ চৌধুরী এবং সিওএ সদস্য দিয়ানা এডুলিজকে।  

শাস্ত্রীর সঙ্গে এই ত্রয়ীর বৈঠকই ঠিক করবে ভারতের ব্যাটিং ও বোলিং কোচের আসন। গত ১১ জুলাই রবি শাস্ত্রীকে ভারতের স্থায়ী মূল কোচের দায়িত্ব দেওয়া হয়। শাস্ত্রীকে কোহলিদের শিক্ষক হিসেবে বাছাই করে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি), যার সদস্য ছিলেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষন।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ১৬ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।