ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

আইপিএলের জন্য মিডিয়া স্বত্বের বিজ্ঞপ্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৯, জুলাই ১৮, ২০১৭
আইপিএলের জন্য মিডিয়া স্বত্বের বিজ্ঞপ্তি ছবি:সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিডিয়া স্বত্তের জন্য বিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেটে বোর্ড। আগামী ২১ জুলাই ২০১৭ থেকে দরপত্র তুলতে পারবেন ইচ্ছুক সংস্থাগুলি। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ অগস্ট ২০১৭।

এর কিছু দিন পরই ঘোষণা করা হবে কারা সম্প্রচার করতে যাচ্ছে ২০১৮ আইপিএল।

তবে, যেই সংস্থাই আসুক না কেন, তাদের সঙ্গে ৫ বছরের চুক্তি হবে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের কার্যকরী সচিব অমিতাভ চৌধুরী।

 

তিনি বলেন, ‘গত ১১ জুলাই আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছ এবং নিয়ম মেনেই করা হবে এই চুক্তি। ’ বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশন চ্যানেল নতুন দরপত্র তুলতে আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ১৮ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।