ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

প্রোটিয়াদের কাঁদিয়ে ফাইনালে ইংলিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, জুলাই ১৮, ২০১৭
প্রোটিয়াদের কাঁদিয়ে ফাইনালে ইংলিশরা ছবি: সংগৃহীত

চলমান নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্বাগতিক ইংল্যান্ড। ব্রিস্টলে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মেয়েদের ২ উইকেটে হারিয়ে সপ্তমবারের মতো ফাইনালে উঠেছে ইংল্যান্ডের মেয়েরা। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। জয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলবে ইংলিশরা।

আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেট হারিয়ে তোলে ২১৮ রান। ২ বল আর দুই উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে ইংল্যান্ড।

প্রোটিয়াদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৭৬ রান করে অপরাজিত থাকেন ডু পেরেজ। ৬৬ রান করেন ওপেনার লরা। ২৭ রান আসে দলপতি ভ্যান নিকার্কের ব্যাট থেকে। ২১ রানে অপরাজিত থাকেন সুনি লাস। .২১৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের ওপেনার ও উইকেটরক্ষক সারা টেইলর রান আউট হওয়ার আগে করেন ৫৪ রান। দলপতি নাইটের ব্যাট থেকে আসে ৩০ রান। ৩০ রান করেন উইলসন। ২৭ রানে অপরাজিত থাকেন জেনি গান। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন সারা টেইলর।

এবার নারী বিশ্বকাপের ১১তম আসর চলছে। গত ১০ আসরের ৬টিতেই শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ৩টি শিরোপা জিতেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ড জিতেছে একবার।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, ১৯ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।