ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

বেতন আরও বাড়ছে শাস্ত্রীদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫১, জুলাই ২২, ২০১৭
বেতন আরও বাড়ছে শাস্ত্রীদের রবি শাস্ত্রী-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ ও সাপোর্ট স্টাফদের বেতনের অঙ্কটা বেশ চওড়া। তবে মজার তথ্য প্রথম বছরের পর দ্বিতীয় বছর সেই বেতনের ওপর বাড়বে আরও ১০ শতাংশ। সেই তালিকায় যেমন রয়েছেন হেড কোচ রবি শাস্ত্রী, তেমনই রয়েছেন বাকিরাও।

ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভারত অরুণ আর শ্রীধরণদেরও একই ভাবে বেতন বাড়বে। সকলের সঙ্গেই দু’বছরের চুক্তি রয়েছে।

বড় কোনও ঘটনা না ঘটলে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত এই কোচিং স্টাফই থাকবে ভারতীয় দলের সঙ্গে।

রবি শাস্ত্রী বর্তমানে বছরে ৭ কোটি ভারতীয় রুপির বেশি বেতন পাবেন। যদিও সেটা সাড়ে সাতের মধ্যে। এটা প্রথম বছর। দ্বিতীয় বছর সেটা বেড়ে হবে ৮ কোটি ২৫ লাখ রুপি। এই তালিকায় রয়েছেন ইন্ডিয়া ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়ও। দ্বিতীয় বছরে তার বেতনও ১০ শতাংশ বাড়ানো হবে বলেই খবর।  

বিসিসিআইয়ের খবর, কোচিং স্টাফরা অনেক আগে থেকেই বেতন বাড়ানোর দাবি জানাচ্ছিলেন। আর এটাই এখন সঠিক রাস্তা বলে মনে করছেন তারা।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ২২ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।