রোববার (২৩ জুলাই) মাশরাফির সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিপিএলের অন্যতম ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স। মাশরাফির চুক্তি সাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি ও রংপুর রাইডার্স দলটির পরিচালনায় থাকা সোহানা স্পোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা সাফওয়ান সোবহান।
২০০১ সালের নভেম্বরে লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শুরু করা মাশরাফি এখন পর্যন্ত ১৭৯টি ওয়ানডে খেলেছেন। এছাড়া ঝুলিতে রয়েছে ৩৬টি টেস্ট ও ৫৪টি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা। একদিনের ক্রিকেটে তার অধীনে ৩৭ ম্যাচের ২৩টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। আর টি-২০-তে ২৬ ম্যাচে মাশরাফির হাত ধরে এসেছে ৯টি জয়। এমন একজন কাপ্তান রংপুরকে ভালো কিছুই দেবে। ম্যাশও আত্মবিশ্বাসী, ‘রংপুরকে এগিয়ে নিতে চাই। রিলাক্স থেকে খেলতে পারলে সব ক্রিকেটারই ভালো পারফর্ম করবে। ম্যানেজমেন্ট আমাদের সেই সাপোর্ট দেওয়ার আশ্বাস দিয়েছে। একটা দলের ভালো সিদ্ধান্ত সব সময়ই ভালো রেজাল্ট আনবে। আর রংপুরকে বেছে নেবার কোনো আলাদা কারণ নেই। আমি ১৬-১৭ বছর ধরে খেলছি। পেশাদারী মনোভাব থেকেই আমি রংপুরে খেলব। দলটির পরিকল্পনা শুনেই আমি রাজি হয়েছি। তাদের গোছানো ম্যানেজমেন্ট আমার ভালো লেগেছে। সাধ্যমতো চেষ্টা করবো পঞ্চম আসরে খেলে চতুর্থ শিরোপা জিততে। ’
বিপিএলে এখন পর্যন্ত চার আসরের মধ্যে তিন আসরেরই বিজয়ী অধিনায়ক ছিলেন মাশরাফি। প্রথম দুই আসরে ঢাকাকে এবং তৃতীয় আসরে কুমিল্লাকে শিরোপা উপহার দিয়েছেন তিনি। চতুর্থ আসরে কুমিল্লার অধিনায়ক থাকলেও শিরোপা ছোঁয়া হয়নি তার। এবার রংপুরকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাশ নিজের চতুর্থ বিপিএল শিরোপা ছুঁতে চাইছেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৭
এমআরপি