চারদিনের এই কার্নিভালে ছয়টি দল দু’টি গ্রুপে ভাগ হয়ে লড়বে। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে ১৮ ওভারে।
লাল-সবুজের জার্সি গায়ে জাতীয় দল, ‘এ’ দল কিংবা ঢাকা প্রিমিয়ার লিগে কমপক্ষে ৫ বছর খেলেছেন এমন সাবেক ক্রিকেটারদের খেলার সুযোগ থাকছে এই কার্নিভালে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৬ দল-বসুন্ধরা গ্রুপ ঢাকা ডিভিশন, ইস্পাহানী চট্টগ্রাম মাস্টার্স, একমি রাজশাহী, টাইটান্স খুলনা মাস্টার্স, এক্সপো অল স্টারস ও ঢাকা মেট্রো মাস্টার্স।
গতবার খুলনার ফ্র্যাঞ্চাইজির নাম ছিল জেমকন খুলনা মাস্টার্স। এবারের আসরে টাইটান্স খুলনা মাস্টার্স নামে খেলবে দলটি। দলটির অধিনায়ক হাবিবুল বাশার। আকরাম খানের নেতৃত্বে ইস্পাহানি চিটাগং মাস্টার্স, খালেদ মাসুদের নেতৃত্বে একমি রাজশাহী, হাসিবুল হোসেন শান্ত’র নেতৃত্বে এক্সপো অল স্টার্স, খালেদ মাহমুদের নেতৃত্বে র ন্যাশনাল ঢাকা মেট্রোপলিস এবং নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে খেলবে বসুন্ধরা ঢাকা ডিভিশন।
৬টি দলের স্কোয়াড দেওয়া হলো:
এক্সপো অল স্টারস: মাসুদুর রহমান মুকুল, তালহা জুবায়ের, মোহাম্মদ আসাদুল্লাহ খান বিপ্লব, এহসানুল হক সেজান, হাসিবুল হোসেন শান্ত, রাশিদুল হক সুমন, মেহেরাব হোসেন অপি, মোর্শেদ আলি খান, জাহাঙ্গীর আলম, নিয়াজ মোর্শেদ নাহিদ, সোহেল হোসেন পাপ্পু, জহিরুল হক খান রাশেদ, নুরুজ্জামান তুহিন এবং বাকুই বিল্লাহ হিমেল।
ঢাকা মেট্রো মাস্টার্স: খালেদ মাহমুদ সুজন, নিয়ামুর রশিদ রাহুল, তানভির আহমেদ তিমির, মনিরুজ্জামান, ফয়সাল হোসেন ডিকেন্স, আনিসুর রহমান সঞ্চয়, মনিরুল ইসলাম তাজ, আনিসুল হাকিম রাব্বানি, ইকবাল হোসেন, সাজ্জাদ আহমেদ শিপন, মিনহজ আহমেদ শাফিল, ইমরান হামিদ পার্থ, মীর জিয়াউদ্দিন আহমেদ এবং মিজানুর রহমান বাবুল।
একমি রাজশাহী: খালেদ মাসুদ পাইলট, আবদুল হান্নান সরকার, রফিকুল ইসলাম খান, জাবেদ ওমর বেলিম, শেখ গোলাম মোস্তফা, মঞ্জুরুল ইসলাম, মাহমুদুল হাসান রানা, মোহাম্মদ রাশেদুজ্জামান, আলি আরমান রাজন, তারিকুল ইসলাম তারেক, গাজী আলমগীর, ইমতিয়াজ মোহাম্মদ পলাশ এবং শাফায়াতুল কিরম।
বসুন্ধরা ঢাকা ডিভিশন: জাকির হাসান, সানোয়ার হোসেন, নাঈমুর রহমান দুর্জয়, মোহাম্মদ রফিক, শাহরিয়ার হোসেন বিদ্যুত, তৌহিদ হোসেন, আরাফাত সালাউদ্দিন, লাবলুর রহমান, শাফাক আল জাবির, ইমরান পারভেজ রিপন, আদিল আহমেদ, হুমায়ুন কবির, সাব্বির খান ও তৌহিদুল ইসলাম চপল।
টাইটান্স খুলনা মাস্টার্স: হারুনুর রশিদ লিটন, মোহাম্মদ সেলিম, জালালউদ্দিন আহমেদ, হাসানুজ্জামান ঝড়ু, হাবিবুল বাশার, নিয়াজ মোর্শেদ পল্টু, শফিউদ্দিন আহমেদ বাবু, মুরাদ খান, তাসরিকুল ইসলাম, আনোয়ার হোসেন মনির, ফাহিম মুন্তাসির সুমিত, মিজানুর রহমান পাটোয়ারী, শাকিল কাশেম ও আমিরুজ্জামান বাবু।
ইস্পাহানি চিটাগং মাস্টার্স: আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, এনামুল হক মনি, তারেক আজিজ, আহসানউল্লাহ হাসান, শাহনেওয়াজ কবির, সাইফুল্লাহ খান, সাইফুল ইসলাম খান, মুশফিকুর রহমান বাবু, জুবায়ের মোহাম্মদ ইশতিয়াক, ফজলে বারী খান ও গোলাম মোর্তজা।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ২৪ জুলাই, ২০১৭
এমএমএস