নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে টিম ইন্ডিয়া। লঙ্কানদের সামনে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট বাঁচানোর চ্যালেঞ্জ।
দ্বিতীয় দিন শেষে তাদের দলীয় স্কোর ছিল পাঁচ উইকেটে ১৫৪। আরও ১৩৭ রান যোগ করতে বাকি চার উইকেটের পতন ঘটে। ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়ে প্রথম দিনেই ম্যাচ ছিটকে যান আসিলা গুনারত্নে।
ব্যক্তিগত ৮৩ রানে আউট হন ম্যাথুস। পেরেরা অপরাজিত থেকে যান ৯২ রান করে। রানআউট হওয়ার আগে ওপেনার উপুল থারাঙ্গার ব্যাট থেকে আসে ৬৪। রবীন্দ্র জাদেজা তিনটি উইকেট লাভ করেন। মোহাম্মদ শামি নেন দু’টি। উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন ও টেস্ট অভিষিক্ত হার্দিক পান্ডে নেন একটি করে।
এর আগে শিখর ধাওয়ানের ১৯০ ও চেতশ্বর পুজারার ১৫৩ রানের চোখ ধাঁধানো ইনিংসে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে ভারত। সবকটি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৬০০। অর্ধশতক হাঁকান অজিঙ্কা রাহানে (৫৭) ও পান্ডে (৫০)। অশ্বিন করেন ৪৭। নুয়ান প্রদীপ একাই ছয়টি উইকেট শিকার করলেও ধাওয়ান-পুজারাদের রানের ফোয়ারা আটকাতে পারেননি।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ২৮ জুলাই, ২০১৭
এমআরএম