লঙ্কানদের সামনে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট বাঁচানোর চ্যালেঞ্জ। শুক্রবার (২৮ জুলাই) ৪৪৬ রানে পিছিয়ে থেকে দিনের ব্যাটিং শুরু করেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিলরুয়ান পেরেরা।
ব্যক্তিগত ৮৩ রানে আউট হন ম্যাথুস। পেরেরা অপরাজিত থেকে যান ৯২ রান করে। রানআউট হওয়ার আগে ওপেনার উপুল থারাঙ্গার ব্যাট থেকে আসে ৬৪। রবীন্দ্র জাদেজা তিনটি উইকেট লাভ করেন। মোহাম্মদ শামি নেন দু’টি। উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন ও টেস্ট অভিষিক্ত হার্দিক পান্ডে নেন একটি করে।
এর আগে শিখর ধাওয়ানের ১৯০ ও চেতশ্বর পুজারার ১৫৩ রানের চোখ ধাঁধানো ইনিংসে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে ভারত। সবকটি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৬০০। অর্ধশতক হাঁকান অজিঙ্কা রাহানে (৫৭) ও পান্ডে (৫০)। অশ্বিন করেন ৪৭। নুয়ান প্রদীপ একাই ছয়টি উইকেট শিকার করলেও ধাওয়ান-পুজারাদের রানের ফোয়ারা আটকাতে পারেননি।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভারতের ওপেনার ধাওয়ান ১৪ রানে ফিরলেও আরেক ওপেনার অভিনব মুকুন্দ করেন ৮১ রান। ১৫ রানে ফেরেন চেতশ্বর পুজারা। আর ৭৬ রানে অপরাজিত থাকা কোহলি টেস্ট ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরির অপেক্ষায় ব্যাট হাতে চতুর্থ দিন ক্রিজে নামবেন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২৮ জুলাই, ২০১৭
এমআরপি