প্রথম ইনিংসে ৩৫৩ রানে অলআউট হওয়া ইংল্যান্ড এক উইকেটে ৭৪ রান নিয়ে মাঠ ছাড়ে। অ্যালিস্টার কুক মাত্র ৭ রানে সাজঘরে ফেরেন।
এর আগে আট উইকেটে ১২৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন তেম্বা বাভুমা ও মরনে মরকেল। অর্ধশতক হাঁকিয়ে ফেরেন বাভুমা (৫২)। মরকেলের ব্যাট থেকে আসে ১৭। এছাড়া হেইনো কান ১৫, কুইন্টন ডি কক ১৭ ও শেষদিকে কাগিসো রাবাদা ৩০ রান করে আউট হন।
তৃতীয় টেস্টে বলতে গেলে একাই দ. আফ্রিকার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন রোল্যান্ড-জোনস। অভিষেক টেস্টেই পাঁচ উইকেটের কীর্তিতে নাম লেখান ২৯ বছর বয়সী এ ডানহাতি পেস অলরাউন্ডার। জেমস অ্যান্ডারসন তিনটি আর একটি করে নেন স্টুয়ার্ট ব্রড ও বেন স্টোকস।
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১৭
এমআরএম