চ্যানেল নাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লার্ক বলেন, ‘আমাদের অবশ্যই বাংলাদেশে যেতে হবে। আমাদের ভারতে গিয়ে একদিনের সিরিজ খেলতে হবে এরপর ঘরের মাঠে ইংল্যান্ডকে হারাতে আমাদের সেরাটা দিতে হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাবিত নতুন আর্থিক কাঠামো মেনে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেননি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ফলে, চুক্তি হারিয়ে ১ জুলাই থেকেই বেকার অস্ট্রেলিয়ার প্রায় ২৩০ জনের মতো ক্রিকেটার। এই ঝামেলাতেই অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হয়েছে। আশঙ্কা আছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ, ভারত সফর বাতিল হয়ে যাওয়ারও।
উল্লেখ্য, আগামী ১৭ আগস্ট বাংলাদেশে পা রাখার কথা টিম অস্ট্রেলিয়ার। অন্যদিকে ২৭ আগস্ট মিরপুর প্রথম টেস্ট মাঠে গড়ানোর কথা।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৭
এমএমএস