যদিও অভিযোগ তার একার পেছনে আসেনি, এখানে জড়িয়ে রয়েছে আরেক ক্রিকেটারের নামও। তবে ঐ ক্রিকেটারের নাম এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
অদ্ভুত নাম হলেও এর পেছনে অবশ্য আছে যথেষ্ট যুক্তি। সাম্পাথ ফেঁসে যাওয়ার পেছনে মূল ভূমিকা হিসেবে কাজ করেছে তার ব্যবহারিত টয়লেটে পাওয়া একটি ইলেকট্রিক ডিভাইস। আর সেটিই তদন্তের মূল বিষয় বলে কেলেঙ্কারির নামও হয়েছে ‘টয়লেটগেট’।
শ্রীলঙ্কান গণমাধ্যমের খবর অনুযায়ী, সাম্পাথকে শ্রীলঙ্কান ক্রিকেটের বিশেষ এক দায়িত্ব দেওয়ার কথা ছিল। তবে সেই দায়িত্ব পাওয়ার আগেই তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালে টিম মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন- যা নিয়ম বহির্ভূত।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৭
এমএমএস