ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

আইসিসির নজরদারিতে লঙ্কান ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৪, জুলাই ৩১, ২০১৭
আইসিসির নজরদারিতে লঙ্কান ক্রিকেটাররা আইসিসির নজরদারিতে লঙ্কান ক্রিকেটাররা

ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়েছে এক শ্রীলঙ্কান ক্রিকেটারের নাম। অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অভিযোগ আসা ঐ ক্রিকেটারের নাম সাম্পাথ হেটিয়ারাচ্চি।

যদিও অভিযোগ তার একার পেছনে আসেনি, এখানে জড়িয়ে রয়েছে আরেক ক্রিকেটারের নামও। তবে ঐ ক্রিকেটারের নাম এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

ফিক্সিং তদন্ত হচ্ছে যে ব্যাপারটি নিয়ে, শ্রীলঙ্কান ক্রিকেটে সেটি পরিচিতি পেয়েছে ‘টয়লেটগেট কেলেঙ্কারি’ নামে।  

অদ্ভুত নাম হলেও এর পেছনে অবশ্য আছে যথেষ্ট যুক্তি। সাম্পাথ ফেঁসে যাওয়ার পেছনে মূল ভূমিকা হিসেবে কাজ করেছে তার ব্যবহারিত টয়লেটে পাওয়া একটি ইলেকট্রিক ডিভাইস। আর সেটিই তদন্তের মূল বিষয় বলে কেলেঙ্কারির নামও হয়েছে ‘টয়লেটগেট’।

শ্রীলঙ্কান গণমাধ্যমের খবর অনুযায়ী, সাম্পাথকে শ্রীলঙ্কান ক্রিকেটের বিশেষ এক দায়িত্ব দেওয়ার কথা ছিল। তবে সেই দায়িত্ব পাওয়ার আগেই তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালে টিম মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন- যা নিয়ম বহির্ভূত।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।