ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিরছেন চান্দিমাল, শঙ্কায় হেরাথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
ফিরছেন চান্দিমাল, শঙ্কায় হেরাথ রঙ্গনা হেরাথ ও দিনেশ চান্দিমাল/ছবি: সংগৃহীত

অসুস্থতা কাটিয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিতে ফিরতে পারেন দিনেশ চান্দিমাল। কিন্তু নতুন করে উদ্বেগের কারণ রঙ্গনা হেরাথের ইনজুরি। সিরিজ বাঁচানোর ম্যাচে তার খেলা নিয়ে রয়েছে সংশয়।

নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গল টেস্ট খেলতে পারেননি চান্দিমাল। তার জায়গায় অধিনায়কত্ব করেন অভিজ্ঞ হেরাথ।

দ্বিতীয় ইনিংস চলাকালীন আঙুলে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। পরে আর ব্যাটিংয়ে নামা হয়নি। এর আগে প্রথম ইনিংসে ক্যাচ ধরতে গিয়ে হাতের তালুতে চিড় ধরায় ম্যাচ থেকেই ছিটকে যাওয়া আসিলা গুনারত্নের সিরিজই শেষ হয়ে যায়।

ইনজুরিজর্জর টেস্টে ৩০৪ রানের বিশাল ব্যবধারে হারের লজ্জায় ডোবে লঙ্কানরা। ঘরের মাঠে স্বাগতিক শিবিরের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। চান্দিমালের ফেরা নিয়ে স্বস্তি আসলেও হেরাথকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আগামী ৩ আগস্ট (বৃহস্পতিবার) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে। কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। গুরুত্বপূর্ণ ম্যাচটি সামনে রেখে হেরাথের কন্ডিশন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

শ্রীলঙ্কার ক্রিকেট ম্যানেজার ও নির্বাচক আসাঙ্কা গুরুসিংহা বলেন, ‘দিনেশকে (চান্দিমাল) অবশ্যই ফিট হওয়া উচিৎ। সে গত কয়েকদিন ধরে ব্যাটিং করেছে। হেরাথ পরবর্তী কয়েকদিনে কতটা সেরে উঠবে তা আমাদের দেখতে হবে কারণ তার আঙুল এখনো কালসিটে। ম্যাচ খেলার জন্য ফিট হতে আমরা তাকে শেষ মিনিট পর্যন্ত সময় দেব। ’

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।