ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

বিদেশি অস্ত্রে ভরপুর সাকিবের ডাইনামাইটস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৬, আগস্ট ১, ২০১৭
বিদেশি অস্ত্রে ভরপুর সাকিবের ডাইনামাইটস ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির পঞ্চম আসরকে ঘিরে শক্তিশালী দল গঠন করছে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগেই ১১ বিদেশি খেলোয়াড় দলে ভিড়িয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।  এবারের আসরে সর্বোচ্চ ৫ জন করে বিদেশি ক্রিকেটার খেলতে পারবেন প্রতি ম্যাচে।

বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটসে খেলবেন জিম্বাবুয়ের তারকা ও দলপতি গ্রায়েম ক্রেমার। আসন্ন আসরে ক্রেমারকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ডাইনামাইটস ম্যানেজমেন্ট।

বর্তমান চ্যাম্পিয়ন ডাইনামাইটস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ফ্যানপেজে ক্রেমারের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ঢাকায় যোগ দিয়েছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। এর আগের আসরে তিনি খেলেছিলেন চিটাগং ভাইকিংসে। ঘর গোছানো শুরু করে দেওয়া গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস তারও আগে পাকিস্তানের সাবেক দলপতি শহীদ আফ্রিদি, ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার সুনীল নারাইন এবং অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসনকে দলে টেনেছে। গত আসরে ডাইনামাইটসে খেলা লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারাকেও রেখে দিয়েছে ঢাকা ডায়নামাইটস।

সাকিব আল হাসানের নেতৃত্বে বিপিএলের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা ডাইনামাইটস। এবারো দলের আইকন হিসেবে থাকছেন সাকিব। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান এভিন লুইস, রনসফোর্ড বিটন, রভম্যান পাওয়েল, শ্রীলঙ্কার তারকা নিরোশান ডিকওয়ালা, আসেলা গুনারত্নে।

জিম্বাবুয়ান লেগ-স্পিনার গ্রায়েম ক্রেমারকে দলে নিয়ে উচ্ছ্বসিত ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি, ‘বিপিএলের আসন্ন আসরের জন্য জিম্বাবুইয়ান লেগস্পিনার গ্রায়েম ক্রেমারকে দলে ভিড়িয়েছি আমরা। নিঃসন্দেহে দারুণ ক্রিকেটার তিনি। আশা করছি দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন ক্রেমার। ’

৩০ বছর বয়সী ক্রেমারের ৭৩টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে। তাতে ব্যাট হাতে ৪১২ রান এবং বল হাতে ৭১টি উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।