গত দুই মৌসুম চিটাগং ভাইকিংসে খেলা তামিম ইকবাল এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েছেন। বলা হচ্ছে, বাংলাদেশ ওপেনারের সঙ্গে ৮৫ লাখ টাকায় সমঝোতায় পৌঁছেছে ফ্র্যাঞ্চাইজিটি।
সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া সব আইকন ক্রিকেটারই দল বদলেছেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের নেতৃত্বে সাকিব আর খুলনা টাইটান্সের ভার মাহমুদউল্লাহর কাঁধে।
তামিমকে ভেড়ানোর পর কুমিল্লা ছেড়ে রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। মুশফিকুর রহিমকে নিশ্চিত করেছে রাজশাহী কিংস। নতুন নামে আসা সুরমা সিক্সার্স সিলেট সই করিয়েছে সাব্বির রহমানকে। এবারের আসরে আইকন হিসেবে দেখা যাবে তরুণ মোস্তাফিজুর রহমানকে। বরিশাল বুলসে যোগ দিয়েছেন ‘কাটার মাস্টার’।
আগামী ২ নভেম্বর বিপিএলের পঞ্চম আসরের পর্দা উঠবে। শিরোপা লড়াইয়ে নামবে আটটি টিম। এবার একাদশে পাঁচজন বিদেশি খেলানোর সুযোগ রাখা হয়েছে। প্লেয়ারস ড্রাফট (১৬ সেপ্টেম্বর) শুরুর আগেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি এখন দল গোছানোয় ব্যস্ত সময় পার করছে।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ২ আগস্ট, ২০১৭
এমআরএম