সম্প্রতি ভারতীয় ক্রিকেটারদের সই করা তিন ফরমেটের বর্তমান দলপতি বিরাট কোহলির জার্সিটি নিজের চ্যারিটি ফাউন্ডেশনের জন্য বিক্রি করে দিয়েছেন পাকিস্তানের সাবেক দলপতি শহীদ আফ্রিদি। আফ্রিককে আবারো উপহার পাঠালেন কোহলি।
এর আগে লন্ডনে অনুষ্ঠিত জার্সির নিলাম অনুষ্ঠানে পাকিস্তান আইকন নিজে উপস্থিত ছিলেন। বিশেষ জার্সিটির উইনিং বিড ৪৩০০ ইউরো। টাকার অঙ্কে ৪ লাখের উপরে। যার পুরো অর্থ ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’র ফান্ডে জমা দেওয়া হবে। জানা যায়, পাকিস্তান পেসার মোহাম্মদ আমির ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ১০ হাজার ইউরো করে দান করেছেন। চ্যারিটি প্রতিষ্ঠানটি বর্তমানে পাকিস্তানে একটি হাসপাতাল নির্মাণের জন্য তহবিল সংগ্রহ করছে। এই ফাউন্ডেশনের আয়োজনে লন্ডন ফান্ডরাইজিং ইভেন্টে কোহলির জার্সি ছাড়াও আরো কিছু জার্সি-সামগ্রী নিলামে তোলা হয়।
তারই অংশ হিসেবে জার্সির পর আফ্রিদির চ্যারিটি ফাউন্ডেশনে নিজের স্বাক্ষর করা ব্যাট দিয়েছেন কোহলি। ইংল্যান্ডের নিউক্যাসলে একটি চ্যারিটি ডিনারে ওই ব্যাটের নিলাম হবে। এমন অবদানের জন্য কোহলিকে টুইটারের মাধ্যমে ধন্যবাদও জানিয়েছেন আফ্রিদি। বর্তমানে শ্রীলঙ্কা সফরে থাকা কোহলি তাৎক্ষণিকভাবে পাকিস্তানের সাবেক অলরাউন্ডারকে শুভ কামনা জানান।
আফ্রিদি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কোহলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এটা কে করছে তা না দেখে আমাদের কর্তব্য ভালো কাজকে উৎসাহিত করা। কোহলি কিংবদন্তি। সমাজসেবায় তার এগিয়ে আসার মানসিকতা রয়েছে। তার দেওয়া সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ কোহলি। ’ টুইটারের মাধ্যমেও কোহলিকে ধন্যবাদ জানাতে ভোলেননি আফ্রিদি, ‘Thank you @imVkohli for your kind gesture in support of @SAFoundationN. Friends & supporters like you ensure #HopeNotOut for everyone’।
এদিকে টুইটারে আফ্রিদি কৃতজ্ঞতার পাল্টা জবাব দিয়েছেন কোহলি, ‘You're most welcome Shahid Bhai.. Wishing you and the @SAFoundationN all the luck for the upcoming events.#HopeNotOut’।
বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, ৩ আগস্ট, ২০১৭
এমআরপি