ছবি: সংগৃহীত
দিনের শেষ বলে বেন স্টোকসকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকা শিবিরে স্বস্তিই এনে দেন কাগিসো রাবাদা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচাতে শেষ টেস্টে প্রোটিয়াদের জয়ের বিকল্প নেই। অন্যদিকে, ট্রফি জয়ের লক্ষ্যে ম্যানচেস্টারে প্রথম ইনিংসে ইংলিশরাও লড়াকু স্কোরে চোখ রাখছে।
প্রথম দিন শেষে টস জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ২৬০। জনি বেয়ারস্টো ৩৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
দ্বিতীয় দিনে তার সঙ্গী হবেন টবি রোল্যান্ড-জোনস। ওপেনার অ্যালিস্টার কুক ৪৬, টম ওয়েস্টলি ২৯, অধিনায়ক জো রুট ৫২ ও বোল্ড হয়ে হতাশায় ডোবা স্টোকসের ব্যাট থেকে আসে ৫৮।
রাবাদা ও ডুয়ানে অলিভিয়ের দু’টি করে উইকেট লাভ করেন। একটি করে নেন মরনে মরকেল ও কেশব মহারাজ।
চার ম্যাচ সিরিজে ২-১ এ এগিয়ে রুটের ইংল্যান্ড। লর্ডসে ২১১ রানে হারের পর নটিংহামে ৩৪০ রানের দাপুটে জয় দিয়ে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। ওভালে ২৩৯ রানের ব্যবধানে জিতে আবারো লিড নেয় ইংলিশ শিবির। শেষ ম্যাচটি তাই এখন সিরিজ নির্ধারণী।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ৫ আগস্ট, ২০১৭
এমআরএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।