দিনকে দিন শ্রীলঙ্কান দলের কোমড় যেন ভেঙেই পড়ছে। উঠে দাঁড়ানোর শক্তিটুকু পাচ্ছেই না।
ম্যাচের দ্বিতীয় দিন দুই উইকেট হারিয়ে ৫০ রান তুলে শেষ করেছিল শ্রীলঙ্কা। তবে তৃতীয় দিনের শুরুতেই অশ্বিন, জাদেজা, শামিদের বোলিং তোপে আর মাত্র ১৩৩ রান জোগাড় করতে পারে। দলের হয়ে একমাত্র ব্যাটসম্যান হিসেবে হাফসেঞ্চুরির দেখা পান নিরোশান দিকওয়েলা (৫১)। আগের দিনই দুই উইকেট তুলে নেওয়া স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এদিন ক্যারিয়ারের ২৬তম পাঁচ উইকেট শিকারি হন। দুটি করে উইকেট নেন স্পিনার রবিন্দ্র জাদেজা ও পেসার মোহাম্মদ শামি।
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে নেমেও ধাক্কা খায় দিনেশ চান্দিমালের নেতৃত্বে থাকা শ্রীলঙ্কা। দলীয় ৭ রানে হারায় ওপেনার উপুল থারাঙ্গাকে। আরেক ওপেনার করুনারত্নে ৯২ রানে অপরাজিত আছেন। তিন নম্বরে নামা কুশল মেন্ডিস ১১০ রান করে বিদায় নেন। ভারতের পেসার হারদিক পান্ডে এবং উমেস যাদব একটি করে উইকেট নেন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে চেতশ্বর পুজারা (১৩৩) ও আজিঙ্কে রাহানের (১৩২) সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৬২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে ইনিংস ঘোষণা করে ভারত।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ০৫ আগস্ট, ২০১৭
এমআরপি