ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘নেটেও বাজে শট নয়’-সেটাই বলছি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
‘নেটেও বাজে শট নয়’-সেটাই বলছি মার্ক ও‘নিল। ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজ

চট্টগ্রাম থেকে: আপাতত এক মাসের জন্য বাংলাদেশে ব্যাটিং পরামর্শক হিসেবে এসেছেন অস্ট্রেলিয়ান মার্ক ও’নিল। ভালো কিছু দিতে পারলে বাড়বে চাকরির মেয়াদ। মার্ক ও’নিল নিশ্চয় অনেক থেকে যাবার জন্যই এসেছেন। এই গরমেও মাহমুদুল্লাহ-নাসিরদের পাশাপাশি লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়েও দীর্ঘক্ষণ পড়ে রইলেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে।

এর মধ্যেই দুপুর পৌণে ১২টা  বাজতেই গুড়ি গুড়ি বৃষ্টির হানা। তড়িঘড়ি করে সবাই ছুটলেন ড্রেসিংরুমে।

বৃষ্টি থামলে মিনিট বিশেক পরে আবারও অনুশীলনে নেমে পড়ে দল। এর ফাঁকেই গণমাধ্যমের মুখোমুখি হলেন বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক।

সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। এই সিরিজকে সামনে রেখেই এক সপ্তাহের জন্য চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প বসানো হয়েছে।  মার্ক ও’নিল ও তাই আলাদা আলাদাভাবে কাজ করছেন ব্যাটসম্যানদের নিয়ে। ব্যাট করছেন নাসির, পেছনে দাড়িয়ে সেদিকে নজর মার্ক ও‘নিলেরব্যাটসম্যানদের অনুশীলন নিয়ে  মার্ক ও’নিলের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘খুব ভালো অনুশীলন হচ্ছে। আমি খুবই ইমপ্রেসড।   ছেলেরা ব্যাট হাতে খুব ভালো করছে। বিশেষ করে আজকে তারা খুবই ভালো ব্যাটিং করেছে।   টেস্ট ম্যাচে কি কি কৌশলগুলো কাজে লাগানো যায় সেসব বিষয়ে আমি কাজ করছি।  সবমিলিয়ে যা হচ্ছে তা নিয়ে আমি খুশি। ’

তিনি বলেন, ‘ছেলেদের টেস্ট ম্যাচের উপযোগী করে তৈরি করার চেষ্টা করছি। তারা যেন উইকেটের মূল্য বুঝতে পারে।  এমনকি নেটেও যাতে বাজে শট না খেলে।  নিজের ওপর যাতে বিশ্বাস রাখে। সেসব বিষয়ে গুরুত্ব দিচ্ছি। – বলেন মার্ক ও’নিল।

টেস্টে এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সৌম্য সরকার।  শট নিতে গিয়ে বারবার উইকেট দিয়ে এসেছেন তিনি।
তার জন্য কি কোনো পরামর্শ আছে কিনা জানতে চাইলে মার্ক ও’নিল বলেন, কারও ব্যাটিংয়ের ধরণ বদলিয়ে তার ন্যাচরাল খেলা আমি নষ্ট করতে চাই না। মাহমুদুল্লাহর ব্যাটিংয়ে নজর মার্ক ও’নিলেরপাশাপাশি সৌম্যর টেকনিকে কোনো খুঁত খুঁজে পাননি জানিয়ে এই অস্ট্রেলিয়ান বলেন, সৌম্য একজন খু্ব ভালো ব্যাটসম্যান। বিশ্বের যে কোনো জায়গায় সে ভালো করেছে।   ওয়াল্ড ক্লাস স্ট্যাডিজি মেনে ব্যাটিং করে সে।

অনুশীলনে বেশ কিছু সময় মার্ক ও’নিল পড়েছিলেন সাকলাইন সজিব, সানজামুল ইসলাম আর রুবেলকে নিয়ে।

লোয়ার অর্ডার ব্যাটসম্যানরাও দলের জয়ে ভূমিকা রাখতে পারে মন্তব্য করে তিনি বলেন, ‘বোলার হওয়ায় তারা ব্যাটিংয়ের জন্য তেমন বেশি সময় পায় না। অনুশীলনেও তারা পর্যাপ্ত ব্যাটিংয়ের সুযোগ পান না। কিন্তু আমি অনেক সময় দেখেছি দলের জয়ে তারাও বিরাট ভূমিকা রেখেছে। ’

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।