ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

সাকিবের দুর্দান্ত পারফর্মে জ্যামাইকার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৬, আগস্ট ৭, ২০১৭
সাকিবের দুর্দান্ত পারফর্মে জ্যামাইকার জয় সাকিবের দুর্দান্ত পারফর্মে জ্যামাইকার জয়-ছবি:সংগৃহীত

সাকিব আল হাসানের দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে বার্বাডোস ট্রিডেন্টসের বিপক্ষে ১২ রানের জয় তুলে নিল জ্যামাইকা তালাওয়াস। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোসের বিপক্ষেই টানা দুটি ম্যাচ খেলে একটি জয় ও একটি হার দেখলো জ্যামাইকা।

প্রথমে ব্যাট করে জ্যামাইকা নির্ধারিত ২০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। জবাবে ইনিংসের শেষ বলে সব উইকেট হারিয়ে ১৪২ রান তোলে বার্বাডোস।

আন্দ্রে ম্যাকার্থির হাফসেঞ্চুরির পর ৪৪ রানে অপরাজিত থাকেন সাকিব। এছাড়া মোহাম্মদ সামির অসাধারণ বোলিংয়ের পাশাপাশি সাকিবও ভালো বোলিং প্রদর্শন করেন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানি বোলার সামির বোলিং তোপে পড়ে বার্বাডোস। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৬২ রান করলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি কাইরন পোলার্ড। সামি চার ওভারে ১২ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নেন। এছাড়া সাকিব, ক্রিসমার সান্তোকি, ইমাদ ওয়াসিম ও কেসরিক উইলিয়ামস একটি করে উইকেট নেন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় জ্যামাইকা। অভিজ্ঞ কুমার সাঙ্গাকারা ১২ রানে বিদায় নেন। তবে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নামা ম্যাকার্থি দলের হাল ধরেন। তিনি ৪৪ বলে তিনটি চার ও সমান ছক্কায় ৬০ রান করেন। আর শেষ দিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ঝড়ো ইনিংসে ভালো সংগ্রহ পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সাকিব ৩২ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৪৪ রান করে অপরাজিত থাকেন।

বার্বাডোস বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান ওহাব রিয়াজ। আর একটি করে উইকেট পান ওয়েন পারনেল ও রবি রামপাল।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ০৭ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।