ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

চলে গেলেন ২৫ হাজার রানের মালিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৭, আগস্ট ৭, ২০১৭
চলে গেলেন ২৫ হাজার রানের মালিক চলে গেলেন ২৫ হাজার রানের মালিক-ছবি:সংগৃহীত

পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ডাগ ইনসোল। ক্রিকেটারের পাশাপাশি প্রভাবশালী প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা ইনসোলের মৃত্যুর সময় বয়স হয়েছিল ৯১ বছর।

ক্রিকেটীয় ক্যারিয়ার থেকে প্রশাসনের কাজেই বেশি দক্ষ ছিলেন ইনসোল। তিনি একাধারে ইংল্যান্ডের টেস্ট ও কাউন্টি ক্রিকেট বোর্ডের নির্বাচক ছিলেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৫০ ম্যাচ খেলা এ ব্যাটসম্যান ৫৪টি সেঞ্চুরি সহ ২৫ হাজারেরও বেশি রান করেছেন।

জাতীয় দলের ভাগ্য অবশ্য ভালো ছিলো না ডানহাতি এ তারকার। ইংলিশদের হয়ে মাত্র নয়টি টেস্ট খেলেছেন তিনি।

কাউন্টি দল এসেক্সের অধিনায়ক থেকে শুরু করে চেয়ারম্যান ও প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন ইনসোল। এমনকি মৃত্যুর দিন পর্যন্তও তিনি এই ক্লাবের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ১৯৫০ সালে এসেক্সের অধিনায়ক হয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ০৭ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।