ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

মিরাজ বিহীন ত্রিনবাগোর আরেকটি জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২২, আগস্ট ১৫, ২০১৭
মিরাজ বিহীন ত্রিনবাগোর আরেকটি জয় ছবি:সংগৃহীত

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আরেকটি দুর্দান্ত জয় তুলে নিল ত্রিনবাগো নাইট রাইডার্স। সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়টকে চার উইকেটে হারালো দলটি। এ জয়ে লিগ টেবিলের শীর্ষেই রইলো বাংলাদেশি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের দল। যদিও এখন পর্যন্ত কোনো ম্যাচে সুযোগ পাননি তিনি।

প্রথমে ব্যাট করা সেন্ট কিটস নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১৫৮ রান করে। জবাবে তিন বল বাকি থাকতে জয় তুলে নেয় বলিউড অভিনেতা শাহরুখ খানের মালিকানায় দলটি।

১৫৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দ্রুত কিছু উইকেট হারায় ত্রিনবাগো। তবে টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কলিন মুনরো ৩০ বলে ৩৬ করে বিপদ সামাল দেন। কিন্তু ৩৫ বলে দুটি চার ও চারটি ছক্কার সাহায্যে অপরাজিত সর্বোচ্চ ৫৯ রান করে জয়ে শেষ (১৬১ দলীয় রান) করেন দিনেশ রামদিন।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারায় ক্রিস গেইলের নেতৃত্বে সেন্ট কিটস। ব্যক্তিগত সর্বোচ্চ ৩৭ রান করেন সামরাহ বুকস। এছাড়া ৬১ করেন জনসন কার্টার।

ত্রিনবাগোর হয়ে সর্বোচ্চ দুটি উইকেট পান সুনিল নারিন। এছাড়া একটি করে উইকেট তুলে নেন কেভিন কুপার, শাহদাব খান ও ডোয়েন ব্রাভো।

বাংলাদেশ সময় : ১০১৫ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।