ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের টাইটেল স্পন্সর রকেট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৩, আগস্ট ১৭, ২০১৭
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের টাইটেল স্পন্সর রকেট বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের টাইটেল স্পন্সর রকেট-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২৭ আগস্ট থেকে অনুষ্ঠেয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং ‘রকেট’ এর নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন, ইমপ্রেস মাত্রা’র ব্যবস্থাপনা পরিচালক সানাউল আরেফিন ও ডাচ বাংলা ব্যাংক রকেটের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন।

ক্রিকেটে বোর্ডের পক্ষ থেকে নিজ বক্তব্যে সিইও সুজন প্রথমেই বন্যা কবলিতদের জন্য সমবেদনা জানান।

এরপর তিনি বলেন, ‘যেহেতু সিরিজিটি এফটিপি অনুযায়ী এখন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে। সিরিজকে সফল করতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। আমরা আশা করবো অতীতের মতো ভবিষ্যতেও ডাচ বাংলা ব্যাংক আমাদের সাথে থাকবে। ’

আর ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে আবুল কাশেম শিরিন বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সাথে ডাচ বাংলা ব্যাংক সুগভীর সম্পর্ক রক্ষা করে আসছে। ২০০০ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজের গর্বিত স্পন্সর ছিল ডাচ বাংলা ব্যাংক। আশা করছি অতীতের মতো ভবিষ্যতেও আমরা বাংলাদেশ ক্রিকেটের সাথে এই সম্পর্ক অটুট রাখবো। ’

শুক্রবার (১৮ আগস্ট) দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। যেখানে ২৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে দু’দল দ্বিতীয় টেস্ট খেলবে। এর আগে সিরিজের প্রস্তুতি হিসেবে একটি দু’দিনের ম্যাচ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ১৭ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।