ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

ব্যাটসম্যান ভুবনেশ্বর, ফিনিশার ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, আগস্ট ২৪, ২০১৭
ব্যাটসম্যান ভুবনেশ্বর, ফিনিশার ধোনি ব্যাটসম্যান ভুবনেশ্বর, ফিনিশার ধোনি

ক্যান্ডিতে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েও জয় নিজেদের করে নিতে পারেনি ভারতের পেসার ভুবনেশ্বর কুমারের ব্যাটিং দৃঢ়তায়। ফিনিশারের ভূমিকায় ভুবিকে যোগ্য সঙ্গ দেন ভারতের সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনি। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ তে লিড নিল টিম ইন্ডিয়া।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের দলপতি বিরাট কোহলি। প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারলেও ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল লঙ্কানরা।

বৃষ্টি নামায় ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ৪৭ ওভারে ২৩১ রান। ৪৪.২ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে। ঘুরে দাঁড়ানো বলার কারণ, ভারতের দলীয় ১৩১ রানের মাথায় ৭ উইকেটের পতন ঘটিয়েছিল লঙ্কানরা। ধোনি-ভুবনেশ্বর জুটিতে আসে অবিচ্ছিন্ন ১০০ রান।

লঙ্কানদের ওপেনার নিরোশান দিকওয়েলা ৩১ আর গুনাথিলাকা ১৯ রান করেন। এছাড়া, মেন্ডিস ১৯, থারাঙ্গা ৯ আর ম্যাথুজ ২০ রান করেন। ৫৮ রানের ইনিংস খেলেন সিরিবর্ধানে। কাপুগেদারার ব্যাট থেকে আসে ৪০ রান। অতিরিক্ত থেকে আসে আরও ২২টি রান।

ভারতের জাসপ্রিত বুমরাহ চারটি, চাহাল দুটি আর হারদিক পান্ডে-আক্সার প্যাটেল একটি করে উইকেট তুলে নেন।

২৩৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভারতের ওপেনার রোহিত শর্মা (৫৪) এবং শিখর ধাওয়ান (৪৯) দারুণ শুরু এনে দেন। মাঝে লোকেশ রাহুল (৪), কেদার যাদভ (১) আর কোহলি (৪) দ্রুত বিদায় নেন। হারদিক পান্ডে (০) আর প্যাটেল (৬) সাজঘরে ফিরলে ১৩১ রানেই ৭ উইকেট হারায় টিম ইন্ডিয়া। এরপরই জুটি গড়েন ধোনি-ভুবি। স্কোরবোর্ডে আরও ১০০ রান তোলে দুই অপরাজিত ব্যাটসম্যান। ভুবনেশ্বর ৮০ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। ধোনি ৬৮ বল মোকাবেলায় করেন অপরাজিত ৪৫ রান।

ধনাঞ্জয়া ক্যারিয়ারের সেরা বোলিং করে ১০ ওভারে ৫৪ রান খরচায় তুলে নেন ৬টি উইকেট।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।