ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‍বিপিএল আম্পায়ারদের পোশাকে রিজেন্টের লোগো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
‍বিপিএল আম্পায়ারদের পোশাকে রিজেন্টের লোগো ‘কে-স্পোর্টস’র সঙ্গে রিজেন্টের চুক্তি সই

চট্টগ্রাম: বিপিএল ২০১৭ এর আম্পায়ারদের পোশাকের লোগোর স্পন্সর হয়েছে রিজেন্ট এয়ারওয়েজ। এ লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বিপিএল পঞ্চম আসরের মাঠের ব্র্যান্ডিং এবং টাইটেল স্পন্সরশিপের স্বত্ত্ব পাওয়া ‘কে-স্পোর্টস’র সঙ্গে রিজেন্টের চুক্তি সই হয়েছে।

প্রতিষ্ঠানের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হানিফ জাকারিয়া (সিসিও) এবং ‘কে-স্পোর্টস’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহাদ এম এ করিম চুক্তিতে সই করেন।   

মঙ্গলবার রিজেন্ট এয়ারওয়েজের সদর দপ্তরে চুক্তি সই অনুষ্ঠানে সিসিও হানিফ জাকারিয়া বলেন, আম্পায়ারদের পোশাক স্পন্সরের মাধ্যমে এই মেগা ইভেন্টে অংশগ্রহণ রিজেন্ট এয়ারওয়েজের ঐতিহাসিক মুহূর্ত।

এটি অবশ্যই আমাদের ব্র্যান্ড ইমেজকে বাড়িয়ে দিবে। ‘কে-স্পোর্টস’র মতো ক্রীড়া বিশ্বের নামী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারাও গর্বের বলে তিনি উল্লেখ করেন।

‘কে-স্পোটস’র সিইও ফাহাদ করিম বলেন, বিপিএলে আম্পায়ারদের পোশাকের মতো গুরুত্বপূর্ণ একটি আকর্ষণে রিজেন্ট এয়ারওয়েজকে স্পন্সর হিসেবে পেয়ে আমরা গর্বিত। এটি অবশ্যই বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে পরিচিত রিজেন্ট এয়ারওয়েজের ব্র্যান্ডের জন্য বড় অর্জন ও সুনাম বয়ে আনবে।

বিপিএল’র এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের এয়ারলাইন্স পার্টনারও রিজেন্ট এয়ারওয়েজ।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।