ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশে কোচ হয়ে আসবেন ভেট্টোরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
বাংলাদেশে কোচ হয়ে আসবেন ভেট্টোরি ড্যানিয়েল ভেট্টারি ও ব্রেন্ডন ম্যাককালাম / ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে কোচিং অভিজ্ঞতা নেবেন ড্যানিয়েল ভেট্টোরি। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ককে আগামী দুই মৌসুমের জন্য হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংস।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০১৮ ও ২০১৯ সিজনে রাজশাহীর ডাগআউটে দেখা যাবে ৩৯ বছর বয়সী ভেট্টোরিকে। ঘরোয়া টি-টোয়েন্টিতে আইপিএল, বিগ ব্যাশ ও কাউন্টি ক্রিকেটের পর এবার বিপিএল ক্রিকেটের স্বাদ নেবেন এই তারকা অলরাউন্ডার।

রাজশাহী কিংসের প্রধান নির্বাহী তাহমিদ হক বলেন, ‘টি-২০ ফরমেটের বিশেষজ্ঞ কোচিং অভিজ্ঞতায় ভেট্টোরি শুধুমাত্র টিমকেই সাহায্য করবেন না, তরুণরা তার কাছ থেকে অনেক কিছু শিখবে এবং খুবই উত্তেজনাপূর্ণ ফরমেটটিতে সেই ছাপ পড়বে। ’

সারওয়ার ইমরানের স্থলাভিষিক্ত হবেন ভেট্টোরি। ২০১৬ ও ২০১৭ আসরে রাজশাহীর কোচের দায়িত্বে ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ১ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।