রোহিত শর্মার ব্যাটিং গড় ১৩৪.৫০ আর ধাওয়ানের ৮১.৭৫। টুর্নামেন্টের ৪ ম্যাচ থেকে শিখরের সংগ্রহ ৩২৭ আর শর্মার ২৬৯।
তবে ভারতের বড় চিন্তা তাদের মিডল অর্ডার। বিশেষ করে মহেন্দ্র সিং ধোনির বড় শটস খেলতে বেশ সমস্যা হচ্ছে এবাররে এশিয়া কাপে। কেদার যাদব ব্যাট করেছেন দুবার। আর দিনেশ কার্তিক ফিনিশিং দিয়ে আসতে পারছেন না।
পক্ষান্তরে প্রতিটি ম্যাচেই ব্যর্থ টপ অর্ডার বাংলাদেশকে টুর্নামেন্টে টিকিয়ে রেখেছেন মিডল অর্ডার ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিক-মিঠুনের ১৩১ রানের জুটি ২৬১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেয়। যা টপকাতে গিয়ে ১২৪ রানে গুটিয়ে যায় লঙ্কান শিবির।
সব শেষ পাকিস্তানের বিপক্ষেও এই দুজনের ১৪৪ রানের অনবদ্য জুটিতে ২৩৯ রান সংগ্রহ করে লাল সবুজের দল। যা তাড়া করতে গিয়ে মোস্তাফিজের কাটার ভেলকিতে ৯ উইকেটে ২০২ রান সংগ্রহ করে ৩৭ রানের হারে টুর্নামেন্ট শেষ হয় পাকিস্তানের।
এশিয়া কাপের ৪ ম্যাচে ২৯৭ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার দুই নম্বরে মুশফিক।  ব্যাটিং গড় ৭৪.২৫।  এর মধ্যে আছে একটি সেঞ্চুরি। 
 
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এইচএল/এমকেএম  


 
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                