ঢাকা, বুধবার, ৬ কার্তিক ১৪৩২, ২২ অক্টোবর ২০২৫, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে আচরণবিধি লঙ্ঘনের দায়ে লঙ্কান পেসারের শাস্তি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, অক্টোবর ২২, ২০২৫
বাংলাদেশের বিপক্ষে আচরণবিধি লঙ্ঘনের দায়ে লঙ্কান পেসারের শাস্তি

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শ্রীলঙ্কার নারী দলের পেসার মালকি মাদারাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এই শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটে গত সোমবার মুম্বাইয়ে অনুষ্ঠিত ম্যাচে। বাংলাদেশের ইনিংসের ১১তম ওভারে রান আউট হন অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক পিঙ্কি। ওই সময় আউটের পরপরই তার কাছাকাছি গিয়ে অতিরিক্ত উদযাপন করেন মালকি মাদারা, যা আইসিসির আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ অনুযায়ী খেলোয়াড়সুলভ আচরণের পরিপন্থী।

নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারি শান্দ্রে ফ্রিৎজের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন মালকি। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

আইসিসির নিয়ম অনুযায়ী, চারটি ডিমেরিট পয়েন্ট জমা হলে তা এক ম্যাচের নিষেধাজ্ঞায় রূপ নেয়।

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।