ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৭ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তামিমকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৮
৭ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তামিমকে চোটাক্রান্ত তামিম। ছবি: শোয়েব মিথুন

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই কব্জিতে চোট পান বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। সে সময়ই দেশে ফিরে আসলেও ২৭ সেপ্টেম্বর আবার লন্ডন চলে যান চিকিৎসার জন্য। সেখান থেকেই রোববার (৩০ সেপ্টেম্বর) দেশে ফিরলেন তিনি। ফিরেই জানালেন, ৭ থেকে ৮ সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে।

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তামিম। সেখানেই উপস্থিত সাংবাদিকদের নিজের ইনজুরির সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেন।

 

তামিম বলেন, ‘ডাক্তাররা জানিয়েছে, আপাতত নতুন কোনো চিকিৎসা লাগবে না। তবে পুরোপুরি সুস্থ হতে সর্বোচ্চ ৭ থেকে ৮ সপ্তাহ লাগতে পারে। যদিও ডাক্তার জানিয়েছেন, ৫ সপ্তাহ পর তাকে দেখিয়ে আসতে। এরপরই হয়তো তিনি জানিয়ে দিবেন, কত সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে। ’

হিসেবে প্রায় দুই মাস তামিমকে থাকতে হবে মাঠের বাইরে। অর্থ্যাৎ, জিম্বাবুয়ে সিরিজে থাকতে পারবেন না তা বলা অনেকটাই নিশ্চিত। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার সম্ভাবনা রয়েছে তার।

বাংলাদেশ সময়ঃ ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।