ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবার অস্ত্রোপচার হবে মাশরাফির পায়ে!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
আবার অস্ত্রোপচার হবে মাশরাফির পায়ে! হাঁটু এবং হাতে ইনজুরি নিয়েও পাকিস্তানের শোয়েব মালিকের শটে 'সুপারম্যান' ক্যাচ নেন মাশরাফি-ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরির সঙ্গে সখ্যতা গড়ে ওঠায় মোট সাতবার ছুরি- কাঁচির নিচে যেতে হয়েছে বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজাকে। একটু খেয়াল করলে দেখা যাবে বোলিং মার্কে যাওয়ার সময় তিনি কিছুটা নিচু হয়ে হাঁটুতে পড়িয়ে দেয়া 'নি ক্যাপ' টেনে তোলেন। এরপর শুরু করেন দৌঁড়।

মাশরাফির ক্ষতবিক্ষত সেই পায়ে নাকি আবারও অস্ত্রোপচার করতে হতে পারে। তবে বিষয়টি এখনই নিশ্চিত করতে বলতে পারেননি বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

দ্বিতীয় দফায় পায়ের স্ক্যান শেষে তবেই তিনি নিশ্চিত হবেন কোন পথে আগাতে হবে।

‘ওর পায়ে একটা বল সরাসরি আঘাত লেগেছিলো। এতে উরুতে রক্ত জমে যায়। স্ক্যান করে নিশ্চিত হওয়া গেছে যে এটা রক্ত জমাট বেধে তৈরি হয়েছে। তবু এটা আমরা সুনিশ্চিত হওয়ার জন্য কালকে আরো একটা স্ক্যান করবো। যা আমাদের কনফার্ম করবে যে, এটা জমাট বাধা রক্ত নাকি অন্য কিছু। যদি জমাট বাধা রক্ত না হয়, তাহলে দুটি উপায়ে এগোনো যেতে পারে। একটি হলো একটু রক্ষণশীল উপায়। এতে সাধারণত দুই-তিন সপ্তাহের মধ্যে শরীরই এটা শুষে নেয়। সেটা না হলে অস্ত্রোপচার করে সরিয়ে ফেলতে হয়। কিন্তু সেটা খুবই বিরল ব্যাপার। ’
 
শুধু উরুতেই কেন? পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে উড়ে গিয়ে শোয়েব মালিককে তালুবন্দি করার পর সবাই দেখেছেন মাঠ ছেড়ে বেরিয়ে ডানহাতে কণিষ্ঠ আঙ্গুলে ব্যান্ডেজ জড়িয়ে আবার নেমেছেন। সেই চোটও কম গুরুতর নয়। তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে ছিটকে দিয়েছে। আছে থাই ইনজুরিও।

‘কনিষ্ঠ আঙ্গুলের আঘাতটা একটু গুরুতর। এই ধরনের ইনজুরি সারতে সপ্তাহ তিনেকের মতো সময় লাগে। এরমধ্যে কিছুটা সময় চলে গেছে। আমরা আশা করি আর দুই সপ্তাহের মধ্যে খেলার মতো অবস্থায় ফিরে আসবে মাশরাফি। ’

‘এ ছাড়াও ছোট একটা থাই ইনজুরি আছে। ওটা আমরা বিবেচনায় রেখেছি। থাই ইনজুরিটা কালকে পড়শুর মধ্যে আমরা কনফার্ম হতে পারব কতটুকু মারাত্মক। এখন পর্যন্ত আশা করছি সপ্তাহ দু-একের মধ্যে সে খেলার মধ্যে ফিরে আসতে পারবে। ’

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।